ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চাঁদা দাবি

ইসি কর্মকর্তা সুধাংশু সাহাকে সপরিবারে হত্যার হুমকি

প্রকাশিত: ০৮:১৮, ২৭ অক্টোবর ২০১৫

ইসি কর্মকর্তা সুধাংশু সাহাকে সপরিবারে হত্যার হুমকি

স্টাফ রিপোর্টার ॥ চাঁদার দাবিতে মোবাইলে নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব সুধাংশু কুমার সাহাকে সপরিবারে হত্যার হুমকি দেয়া হয়েছে। সোমবার সন্ধ্যা সাতটার দিকে তিনি শেরে বাংলা নগর থানায় জিডি করেছেন। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার জানান, শাহাদাৎ ও পেটকাটা মাহবুব বাহিনীর নামে ওই কর্মকর্তার কাছে চাঁদা দাবি করা হয়। প্রাথমিকভাবে খোঁজ নিয়ে জানা গেছে, এ নামে কোন অপরাধীর তালিকা পুলিশের কাছে নেই। তবে অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা চলছে। তেজগাঁও বিভাগের অতিরিক্ত এডিসি ওয়াহিদুল ইসলাম জানান, সোমবার দুপুরে সুধাংশু কুমার সাহার মোবাইলে ফোন করে চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে তাকে সপরিবারে হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়। তবে চাঁদার পরিমাণ উল্লেখ করেনি দুর্বৃত্তরা।
×