ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফিফা বিশ্বকাপ বাছাই ফুটবলে বাংলাদেশের প্রতিপক্ষ তাজিকিস্তান

জাতীয় দলে ঠাঁই হয়নি জাহিদ-এমিলির

প্রকাশিত: ০৫:৩৬, ২৭ অক্টোবর ২০১৫

জাতীয় দলে ঠাঁই হয়নি জাহিদ-এমিলির

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে ॥ ‘ফিফা বিশ্বকাপ ২০১৮ বাছাইপর্বের এশিয়া জোন’-এ গ্রুপ ‘বি’ তে খেলছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তাদের আটটি ‘ফুটবলীয়’ পরীক্ষার মধ্যে পাঁচটিই শেষ। বাকি আছে আরও তিনটি। ষষ্ঠ পরীক্ষার তারিখ আগামী ১২ নবেম্বর। পরীক্ষার ভেন্যু তাজিকিস্তান। কেন্দ্র দুশানবের পামির স্টেডিয়াম। প্রতিপক্ষ তাজিকিস্তান জাতীয় ফুটবল দল। এ লক্ষ্যে ২৯ ফুটবলারকে প্রাথমিক ক্যাম্পে ডেকেছেন বাংলাদেশ জাতীয় দলের ইতালিয়ান কোচ ফ্যাবিও লোপেজ। বুধবার থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে শুরু হচ্ছে বিশ্বকাপ বাছাইয়ের ক্যাম্প। এই দলে বিস্ময়করভাবে ডাক পাননি জাতীয় দলের উইঙ্গার জাহিদ হোসেন এবং ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলিকে। অথচ দু’দিন আগেই (শনিবার) জাহিদ হোসেন চলমান শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে স্বাগতিক চট্টগ্রাম আবাহনীর (ধারে) হয়ে করেছেন তিন গোল। টুর্নামেন্টে তার মোট গোল চারটি, যা যুগ্মভাবে সর্বোচ্চ! তার নৈপুণ্যেই সেমিফাইনালে উঠেছে স্বাগতিকরা। অনেকদিন পর দুর্দান্ত খেলে হৈচৈ ফেলে দিয়েছেন তিনি। অনেকেই জাহিদ বলেন পাগলাটে-ক্ষ্যাপাটে। বিতর্ক জন্ম দিতে যার জুড়ি নেই। ধার ধারেন না কোন নিয়মের। এর আগে কিরগিজস্তানে ম্যাচ খেলতে যাওয়ার আগে প্রাথমিক স্কোয়াডে ডাক পেলেও ইনজুরি সমস্যার কারণে বাদ পড়েছিলেন। তবে গুজব রটেছিল জাহিদের আচরণে অসন্তুষ্ট হয়েই নাকি কোচ লোপেজ তাকে দলে নেননি। আর এমিলি কিরগিজস্তানে যেতে পারেননি পেটের টিউমার অপারেশনের জন্য। এখন সুস্থ হয়ে মাঠে ফিরলেও (শেখ কামাল ফুটবল আসরে খেলছেন চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক হিসেবে) এখনও পুরোপুরি পাননি ফর্ম-ফিটনেস। এ জন্য এমিলির বাদ পড়াটা যৌক্তিক হলেও জাহিদের বাদ পড়াটা মেনে নিতে পারছেন না ফুটবলপ্রেমীরা। বাংলাদেশ প্রাথমিক দলে খুব একটা পরিবর্তন আসেনি। নেই জাহিদ-এমিলি। শুধু যোগ হয়েছেন অনুর্ধ ১৯ দলের মাসুক মিয়া জনি। উল্লেখ্য, গত ১৬ জুন ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হোম ম্যাচে তাজিকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। বাংলাদেশ প্রাথমিক দল ॥ মামুনুল ইসলাম, শহীদুল আলম সোহেল, মাজহারুল ইসলাম হিমেল, রায়হান হাসান, নাসির উদ্দিন চৌধুরী, ইয়াসিন খান, ইয়ামিন মুন্না, জামাল ভূঁইয়া, মোনায়েম খান রাজু, সোহেল রানা, তকলিস আহমেদ, শাখাওয়াত হোসেন রনি, কেস্ট কুমার, আতিকুর রহমান মিশু, রাসেল মাহমুদ লিটন, তপু বর্মণ, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, ওয়ালী ফয়সাল, রেজাউল করিম, জুয়েল রানা, আশরাফুল ইসলাম রানা, নাসিরুল ইসলাম, আব্দুল বাতেন মজুমদার কোমল, শাহেদুল আলম শাহেদ, আমিনুর রহমান সজীব, ইমন মাহমুদ, ফয়সাল মাহমুদ, নাবিব নেওয়াজ জীবন এবং মাসুক মিয়া জনি।
×