ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুয়ারেজের বিকল্প নেই ॥ কোচ এনরিকে

প্রকাশিত: ০৫:৩৬, ২৭ অক্টোবর ২০১৫

সুয়ারেজের বিকল্প নেই ॥ কোচ এনরিকে

স্পোর্টস রিপোর্টার ॥ গত মৌসুমে ট্রেবল জয়। অথচ এবার মৌসুমের শুরুটা তেমন ভাল হয়নি স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনার। অন্যতম প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ অবশ্য প্রথম থেকেই দারুণ ছন্দে আছে। স্প্যানিশ লা লিগায় এককভাবে শীর্ষস্থানেও চলে এসেছিল রিয়াল। তবে এবার তাদের ধরে ফেলেছে বার্সা। রবিবার লা লিগায় এইবারকে ৩-১ গোলে হারিয়ে চির প্রতিদ্বন্দ্বীদের ধরে ফেলেছে তারা। দুর্দান্ত খেলে হ্যাটট্রিক করেছেন উরুগুয়ের ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। সে জন্য দারুণ সন্তুষ্ট কাতালান কোচ লুইস এনরিকে। সুয়ারেজের ভূয়সী প্রশংসা করে তিনি তাকে ‘অমূল্য সম্পদ’ এবং ‘বিকল্পহীন’ বলে দাবি করেছেন। গত মৌসুমে বার্সিলোনায় যোগ দিয়েছিলেন সুয়ারেজ। কিন্তু বিশ্বকাপের ম্যাচে ইতালিয়ান ডিফেন্ডার জিওর্জিও চিয়েল্লিনিকে কামড়ে দেয়ার কারণে নিষেধাজ্ঞা ছিল চার মাসের। ফলে দুই মাস সুয়ারেজকে সাইডবেঞ্চেই বসে থাকতে হয়েছে। কিন্তু বার্সার সঙ্গে একটা বছর শেষ করে ফেলেছেন তিনি। এইবারের বিপক্ষে হ্যাটট্রিকের পর বার্সার জার্সিতে ৩৫ ম্যাচে ২৩ গোল করে ফেলেছেন। সুয়ারেজের এই নৈপুণ্যে দারুণ খুশি বার্সা কোচ এনরিকে। তিনি বলেন, ‘তিনি যা করেছেন সেটা অমূল্য এবং কোনভাবেই অতিক্রমণীয় নয়। আজকের মতোই তিনি যদি ছন্দে থাকেন সেক্ষেত্রে তার প্রতি সম্মান জানাতেই হবে। তিনি আমাদের দলের জন্য মৌলিক এবং বিকল্পহীন একজন খেলোয়াড়।’ চলতি মৌসুমে ১৫ ম্যাচের মধ্যে অষ্টমবারের মতো বার্সা আগেই গোল হজম করেছিল। এইবারের হয়ে ম্যাচের ১০ মিনিটেই গোল করেন বোরিয়া ব্যাস্টন। কিন্তু কাতালানদের জন্য উদ্ধারকর্তা হয়ে আসেন সুয়ারেজ। এ বিষয়ে এনরিকে বলেন, ‘আমরা তাদের প্রথম গোলটা উপহার দিয়েছি এবং তখন থেকেই আমাদের সমস্যার শুরু হয়েছিল। আমাদের জন্য খেলার অবস্থা পাল্টানো বেশ কঠিন হয়ে পড়েছিল। কিন্তু খেলোয়াড়দের ধন্যবাদ দিতে হয় যে তারা নিজেদের সেরাটা দিতে না পারলেও দলগতভাবে অনেক সংঘবদ্ধ ছিল।’ ম্যাচের শেষদিকে আরও বিপদে পড়ে গিয়েছিল বার্সা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের অন্যতম খেলোয়াড় জ্যাভিয়ের মাশ্চেরানো সরাসরি লাল কার্ড দেখেন ম্যাচ শেষ হওয়ার ৭ মিনিট আগে। তিনি রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করতে গিয়ে একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেছিলেন। এ কারণে আগামী মাসে রিয়ালের বিপক্ষে ‘এল ক্ল্যাসিকো’ মিস করবেন তিনি। স্বাভাবিক নিয়ম অনুসারে এ ধরনের অপরাধে যেকোন খেলোয়াড় চার ম্যাচের নিষেধাজ্ঞা পান। এ বিষয়ে এনরিকে বলেন, ‘চার ম্যাচ মিস করাটা খুবই কঠিন মেনে নেয়া। আমাদের আসলে বিবেচনা করতে হবে তিনি ওই সময় কি বলেছিলেন। এইবার আমাদের চেয়ে বেশি ফাউল করেছে এটাও বিবেচনায় আনতে হবে।’
×