ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গোয়ালন্দে বন্দুক যুদ্ধে সন্ত্রাসী নিহত

প্রকাশিত: ০৫:১৯, ২৭ অক্টোবর ২০১৫

গোয়ালন্দে বন্দুক  যুদ্ধে সন্ত্রাসী  নিহত

নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী, ২৬ অক্টোবর ॥ রবিবার রাতে রাজবাড়ীর গোয়ালন্দ থানা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আরশাদ ব্যাপারী নামের তালিকাভুক্ত সন্ত্রাসী নিহত হয়েছে। তার বাড়ি উত্তর দৌলতদিয়ার ইমান খার পাড়ায়। তার পিতার নাম সাহাজুদ্দিন ব্যাপারী। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বরিবার রাত ১০টার দিকে দৌলতদিয়ার কবরস্থান থেকে আরশাদ ব্যাপারীকে গ্রেফতারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী রাত দেড়টার দিকে পদ্মাপাড়ের মঞ্জু মিয়ার পরিত্যক্ত ইটভাঁটি থেকে ২ রাউন্ড গুলিসহ একটি বিদেশী বন্দুক উদ্ধার করা হয়। এ সময় সন্ত্রাসী আরশাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্ট গুলি ছোড়ে। এ ঘটনায় আরশাদ গুলিবিদ্ধ হলে তাকে প্রথমে গোয়ালন্দ হাসপাতাল এবং পরে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওসি এসএম শাহজালাল এসআই রফিকউদ্দিন এবং কনস্টেবল আনিছউদ্দিন আহত হন। নিহত আরশাদ ব্যাপারীর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় হত্যা, ডাকাতি, হত্যার চেষ্টা, পুলিশের ওপর বোমা এবং মাদক আইনে ৭টি মামলা রয়েছে।
×