ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অভিনয়ে জাফর ইকবাল

প্রকাশিত: ০৫:০৫, ২৭ অক্টোবর ২০১৫

অভিনয়ে জাফর ইকবাল

সংস্কৃতি ডেস্ক ॥ নাটক ও চলচ্চিত্রের প্রধান সহকারী পরিচালক হিসেবে পরিচিত মূখ জাফর ইকবাল। বিভিন্ন নাটক টেলিফিল্ম এবং চলচ্চিত্রে অভিনেতা অভিনেত্রীদের পেছন থেকে নির্দেশনা দিলেও এবার নিজেই দাড়ালেন ক্যামেরার সামনে। সম্প্রতি ‘ক্লাব বি পজেটিভ’ নামে একটি ধারাবাহিক নাটকে চলচ্চিত্র পরিচালকের ভূমিকায় অভিনয় করলেন জাফর। নাটকটি পরিচালনা করছেন নির্মাতা সুমন রেজা। জাফর এর আগে রুবেল আনুসেহ পরিচালিত ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ চলচ্চিত্রে প্রধান সহকারি পরিচালকের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। মাঝে মাঝে অভিনয় করলেও পরিচালনাতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন জাফর। ধারাবাহিকে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে জাফর বলেন, অভিনয় আসলে কঠিন কাজ, তবে আমি যেহেতু দির্ঘদিন ক্যামেরার পিছনে কাজ করে অভ্যস্ত তাই আমার কাছে মজাই লাগছে। তাই বলে আমি অভিনেতা হিসেবে পরিচিত হতে চাই না, আমার স্বপ্ন একজন আন্তর্জাতিক মানের সফল চলচ্চিত্র পরিচালক হওয়া। সেই লক্ষে এখন পর্যন্ত কাজ শিখে যাচ্ছি এবং কাজ করে যাচ্ছি। প্রসঙ্গত, ২০১০ সালে বন্ধু অভিনেতা রাজা ও আরেক প্রধান সহকারী পরিচালক মনন আসাদের মাধ্যমে মিডিয়ার প্রতি আকৃষ্ট হন জাফর ইকবাল। তার পর ২০১১ সালে আরেক প্রধান সহকারী পরিচালক জিপি সাধনের হাত ধরে গুণী এবং সফল নাট্য পরিচালক গোলাম সোহরাব দোদুলের বিখ্যাত টিভি সিরিয়াল ‘সাতকাহন’ এ সহকারী পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন। এর পরে ফ্রিল্যান্সার প্রধান সহকারী পরিচালক হিসেবে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন। ভব্যিষ্যতে আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণ করতে চান জফার ইকবাল। সেই লক্ষেই নিজেকে তৈরি করছেন। দেশের বিভিন্ন গুণী নির্মাতার সঙ্গে কাজ করে প্রতিনিয়ত অভিজ্ঞতা সঞ্চয় করছেন। জাফর এগিয়ে যাবেন তার স্বপ্ন সাফল্যের দিকে সেই প্রত্যাশা।
×