ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউতে দুর্গাপূজা পুনর্মিলনী ॥ ভিসির শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত: ০৫:০২, ২৭ অক্টোবর ২০১৫

বিএসএমএমইউতে  দুর্গাপূজা পুনর্মিলনী ॥ ভিসির শুভেচ্ছা  বিনিময়

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)’র উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান সোমবার সকাল সোয়া ৮টায় শহীদ ডাঃ মিলন হলে প্রথমবারের মতো সার্বজনীন শারদীয় দুর্গাপূজা পুনর্মিলনী অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেছেন। অনুষ্ঠানে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট ও কর্মচারীবৃন্দ অংশ নেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ মোঃ রুহুল আমিন মিয়া, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আলী আসগর মোড়ল, বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডাঃ এম ইকবাল আর্সলান, রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ মোঃ আসাদুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুর রহমান দুলাল, অধ্যাপক ডাঃ আবু সফি আহমেদ আমিন, অধ্যাপক ডাঃ মোঃ জুলফিকার রহমান খান, অধ্যাপক ডাঃ সজল কৃষ্ণ ব্যানার্জী, অধ্যাপক ডাঃ নকুল কুমার দত্ত, অধ্যাপক ডাঃ মোঃ এনায়েত করিম, অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল মান্নান, অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল হাই, অধ্যাপক ডাঃ মোছাঃ লায়লা আঞ্জুমান বানু, অধ্যাপক ডাঃ শাহীন আকতার, ডাঃ জামাল উদ্দিন খলিফা, প্রকৌশলী শ্রীকান্ত রায়, মোঃ ছিদ্দিকুর রহমান ভুঁঞা, ডাঃ শেখ মোঃ খোরশেদ আলম, ডাঃ হারিসুল হক, ডাঃ এসএম মোস্তফা জামান, ডাঃ মামুন আল মাহাতাব স্বপ্নীল, ডাঃ সুনীল কুমার বিশ্বাস, ডাঃ কৃষ্ণপ্রিয় দাস, ডাঃ জিল্লুর রহমান ভূঁইয়া, ডাঃ মোঃ মোখলেস-উজ-জামান, ডাঃ এ কে এম শরীফুল ইসলাম, ডাঃ মোঃ সালাউদ্দীন শাহ, ডাঃ গোপেন কুমার কু-ু, ডাঃ সঞ্জয় কুমার দে, ডাঃ কানিজ ফাতেমা, ডাঃ দীপক কুমার দাস, ডাঃ চিত্ত রঞ্জন দাস, ডাঃ নুজহাত চৌধুরী, মুহাম্মদ সালাহ উদ্দিন সিদ্দিক, ডাঃ বেলাল হোসেন সরকার, ডাঃ পবিত্র কুমার দেবনাথ, ডাঃ শেখ সাইফুল ইসলাম শাহীনঃ ডা. সমরেশ সাহা প্রমুখ। এ্যাসোসিয়েশন অব থেরাপিউটিক কাউন্সিলরসের বার্ষিক সম্মেলন ॥ বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বলেছেন, এক থেকে দশ বছরের মধ্যেই শিশুদের মূল বিকাশ হয়ে থাকে। এ সময়ে শিশুদের আচার-আচরণ, শিশুদের মন-মানসিকতা মা-বাবা, শিক্ষক, চিকিৎসকসহ সংশ্লিষ্ট সকলকেই গুরুত্বের সঙ্গে বুঝতে হবে। শিশুদের গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের। সোমবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডাঃ মিলন হলে এ্যাসোসিয়েশন অব থেরাপিউটিক কাউন্সিলরস, বাংলাদেশ (এটিসিবি)-এর ‘সাইকোথেরাপি ফর চিলড্রেন’ বিষয়ক বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ চৌধুরী ইয়াকুব জামাল, ন্যাশনাল ইন্সটিটিউট অব মেন্টাল হেলথের ডিরেক্টর অধ্যাপক ডাঃ এম এ হামিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল এ্যান্ড কাউন্সিলিং সাইকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাহীন ইসলাম। সম্মেলনে সভাপতিত্ব করেন এটিসিবি’র সভাপতি ও বিএসএমএমইউ’র মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ ঝুনু শামসুর নাহার। আরও বক্তব্য রাখেন মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ আব্দুস সালাম, এটিসিবি’র সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ সুলতানা এলগিন প্রমুখ। জরুরী মেডিসিন শাখা চালুর বিষয়ে সভা ॥ বিএসএমএমইউ ইন্টারনাল মেডিসিন বিভাগের অধীনে রোগীদের সুবিধার্থে জরুরী মেডিসিন শাখা চালুর বিষয়ে একটি সভা সোমবার দুপুর সাড়ে ১২টায় উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। Ñবিজ্ঞপ্তি
×