ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর তথ্য

সিরিয়া সঙ্কটের রাজনৈতিক সমাধানের পথে অগ্রগতি হয়েছে

প্রকাশিত: ০৪:৫৪, ২৭ অক্টোবর ২০১৫

সিরিয়া সঙ্কটের রাজনৈতিক সমাধানের পথে অগ্রগতি হয়েছে

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের বলেছেন, সিরীয় সংঘর্ষের এক রাজনৈতিক সমাধান খুঁজে পেতে ব্যাপকতর আন্তর্জাতিক আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে, তবে আরও শলাপরামর্শের প্রয়োজন। তিনি রবিবার কায়রোতে তার প্রতিপক্ষের সঙ্গে আলোচনার পর এক সংবাদ সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন। খবর ইয়াহু নিউজের। সিরিয়া প্রশ্নে এর ঘনিষ্ঠ মিত্র মিসরের সঙ্গে সৌদি আরবের অবস্থানগত পার্থক্য বৃদ্ধি পাচ্ছে বলে মনে হয়। সৌদি আরব কোন কোন মিসরীয় বিদ্রোহীকে সমর্থন করছে, কিন্তু মিসর সিরিয়ায় বিদ্রোহীদের ওপর রুশ বিমান হামলাকে স্বাগত জানিয়েছে। জুবায়ের বলেন, আমার মনে হয় কিছু অগ্রগতি হয়েছে এবং সিরীয় সঙ্কট সমাধানের লক্ষ্যে বিভিন্ন পক্ষের অবস্থান আরও কাছাকাছি পৌঁছেছে। কিন্তু আমরা কোন মতৈক্যে পৌঁছেছি- এ কথা আমি বলতে পারব না। সেই পর্যায়ে পৌঁছতে আমাদের জন্য এখন আরও শলাপরামর্শ দরকার। কোন্ কোন্ অবস্থান কতদূর বদলেছে, জুবায়ের তার কোন বিস্তারিত বর্ণনা দেননি।
×