ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নাশকতায় অর্থ যোগান ॥ ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ০০:৫৩, ২৬ অক্টোবর ২০১৫

নাশকতায় অর্থ যোগান ॥ ব্যবসায়ী গ্রেফতার

অনলাইন ডেস্ক ॥ নাশকতায় অর্থ যোগান দেওয়ার অভিযোগে সাভারের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে মনজু পালোয়ান (৩৫) নামে ওই ব্যবসায়ীকে থানায় তলব করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে সাভার মডেল থানার দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়। মনজু সাভার পৌর এলাকার রাজাশন আমতলা মহল্লার ব্যবসায়ী ওমর পালোয়ানের ছেলে। সাভারের বিভিন্ন বিপনি বিতানে তাদের একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সাভার মডেল থানার ওসি মোঃ কামরুজ্জামান জানান, মনজু শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। এক বিএনপি নেতা, সাভার পৌরসভার মেয়র ও জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মীর রিমাণ্ডে দেওয়া তথ্য অনুযায়ী মকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে মঞ্জু পালোয়ানের বিরুদ্ধে নাশকতায় অর্থ যোগান দেওয়ার তথ্য পাওয়া গেছে বলেও তিনি জানান। ওসি জানান, শনিবার রাতে সাভারের শাহীবাগ এলাকা থেকে অস্ত্র, গুলি, হাতবোমা ও জেহাদী বইসহ জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মী এবং রোববার ভোরে বিএনপির সাবেক সাংসদ সালাউদ্দিন বাবু ও সাভার পৌরসভার বর্তমান মেয়র মোঃ রেফাত উল্লাহকে গ্রেফতার করে পুলিশ। “পরে তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইন ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করা হয়। রবিবার আদালত গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য প্রতিটি মামলায় ৫ দিন করে হেফাজতে (রিমান্ড) নেওয়ার আদেশ দেয়।” গ্রেফতার মনজুকে ওই দুই মামলাতেই আসামি করা হয়েছে বলে ‍জানান তিনি।
×