ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাবির ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশিত: ২২:২২, ২৬ অক্টোবর ২০১৫

জাবির ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

অনলাইন ডেস্ক ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব উপ-নিবন্ধক (শিক্ষা) মোহাম্মদ আলী জানান, সোমবার ভোররাত ৩টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাথমিকভাবে লিখিত পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। মোহাম্মদ আলী বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.juniv.edu/admissionresults/ থেকে অথবা মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে JURRoll No লিখে 9933 এই নম্বরে পাঠিয়ে ফলাফল জানতে পারবে। এর আগে রবিবার সকালে ‘এ’ ইউনিটে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়। এবছর ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) মোট ৪৫০টি আসনের বিপরীতে চার হাজার পাঁচশ ৬২ জন পরীক্ষার্থী উর্ত্তীণ হয়েছে।
×