ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কলম্বো টেস্টে লড়ছে ব্রাভো ॥ প্রতিপক্ষ শ্রীলঙ্কার বোলার

প্রকাশিত: ২০:৩৪, ২৬ অক্টোবর ২০১৫

কলম্বো টেস্টে লড়ছে ব্রাভো ॥ প্রতিপক্ষ শ্রীলঙ্কার বোলার

অনলাইন ডেস্ক॥ তৃতীয় দিন টি শেসনের সময় বৃষ্টির কারনে কলম্বো টেস্ট যখন থেমে যায় তখন ওয়েস্ট ইন্ডিজের রান ২০ রানে ১ উকেট। তখন ওয়েস্ট ন্ডিজের জিততে হলে প্রয়োজন আরও ২২৪ রান। শ্রীলঙ্কাকে জিততে হলে নিতে হবে ৯ উইকেট। শ্রীলঙ্কা প্রথম ইনিংসের ২০০ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ করেছিরা ১৬৩ রান। শ্রীলঙ্কা ২য় ইনিংসে করে ২০৬ রান। চতুর্থ দিন বৃষ্টির কারনে একটি বলও মাঠে গড়ায়নি। ৫ম ও শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজের লাঞ্চের সময় রান ৪ উইকেটে ১১২ রান। জিততে হলে এখনও প্রয়োজন ১৩২ রান। হাতে আছে ৬ উইকেট। খেলা এখনও বাকি ৬২ ওভার। ওয়েস্ট ইন্ডিজের জয়ের আশা জিয়িরে রেখেছে ব্রাভো। এখন তিনি অপরাজিত আছেন ৫৫ রানে। দেখার বিষয় ব্রাভো বানাম শ্রীলঙ্কার বোলার লড়াইয়ে শেষ পর্যন্ত কে জেতে।
×