ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লিবিয়া উপকূল থেকে ৪৩ লাশ উদ্ধার

প্রকাশিত: ০৮:২৬, ২৬ অক্টোবর ২০১৫

লিবিয়া উপকূল  থেকে ৪৩ লাশ উদ্ধার

লিবিয়া উপকূল থেকে অন্তত ৪৩টি লাশ উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ডের সদস্যরা। লিবিয়া রেড ক্রিসেন্ট রবিবার এ কথা জানিয়েছে। ধারণা করা হচ্ছে, লাশগুলো ইউরোপগামী অভিবাসন প্রত্যাশীদের। খবর এএফপির। লিবিয়া রেড ক্রিসেন্টের মুখপাত্র মাহমুদ আল মিসরাতির বরাত দিয়ে খবরে বলা হয়েছে, জিলতেনের উপকূল থেকে শনিবার ২৯ লাশ এবং খোমসের উপকূল থেকে রবিবার ১৪ লাশ উদ্ধার করা হয়েছে। লিবিয়ার কোস্টগার্ডের সঙ্গে রেড ক্রিসেন্টের সদস্যরাও উদ্ধার অভিযানে সমন্বয় করছে বলে উল্লেখ করেন তিনি। স্থানীয়রা দুই দিন আগে লাশ ভাসতে দেখে কর্তৃপক্ষকে জানালে উদ্ধার অভিযান শুরু হয়। একসঙ্গে এত লাশ দেখে মনে করা হচ্ছে, লিবিয়া উপকূলের কোন এক স্থানে ইউরোপগামী নৌকা ডুবে গেছে।
×