ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ব্রিজে ফাটল ॥ চুয়াডাঙ্গা মেহেরপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৫:৪২, ২৬ অক্টোবর ২০১৫

ব্রিজে ফাটল ॥ চুয়াডাঙ্গা মেহেরপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ২৫ আক্টেবর ॥ চুয়াডাঙ্গা-মেহেরপুর জেলার একমাত্র সংযোগ সেতু মাথাভাঙ্গা ব্রিজের মাঝখানের একাংশ ধসে পড়েছে। ফলে দুই জেলার মধ্যে সড়কপথে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। রবিবার দুপুরের দিকে হঠাৎ করে ব্রিজের মাঝখানের কিছু অংশ ধসে পড়ে। এ সময় উৎসুক জনতার ভিড় সামলাতে পুলিশকে হিমশিম খেতে হয়। দু’ধারে আটকা পড়ে শত শত যানবাহন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৬২ সালে চুয়াডাঙ্গা শহরের পশ্চিম অংশে মাথাভাঙ্গা নদীর ওপর নির্মিত হয় ব্রিজটি, যা চুয়াডাঙ্গা-মেহেরপুর জেলার একমাত্র সংযোগ সেতু। মাথাভাঙ্গা ব্রিজ নামে পরিচিত সেতুটির দৈর্ঘ্য ১৪০ মিটার। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন পাকবাহিনী বোমা ফেলে ব্রিজের পূর্ব দিকের কিছু অংশ উড়িয়ে দেয়। ওই সময় ভাঙ্গা অংশ ভরাট করে যান ও পথচারী চলাচলের উপযোগী করা হয়। তারপর থেকে সেতুটি ব্যবহার হয়ে আসছে। মাথাভাঙ্গা ব্রিজসংলগ্ন গ্রামের স্থানীয়রা জানায়, ব্রিজ চালুর পর থেকে অদ্যাবধি কোন সংস্কারকাজ করতে দেখা যায়নি, যে কারণে ব্রিজের নিচের কলাম বিমে বটগাছসহ ঝোপঝাড়ের সৃষ্টি হয়েছে। কোন কোন স্থানে পলেস্তরা খসে গিয়ে রড বেরিয়ে পড়েছে। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, এটাকে আমরা লোকাল ফেইল বলি। প্রাথমিকভাবে মেরামতের মাধ্যমে যান চলাচলের উপযোগী করা হবে। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা শেষে নতুন কোন ব্রিজ নির্মাণ করার প্রয়োজন হলে তা উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।
×