ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খেলাধুলার উন্নয়নে বর্তমান সরকার আন্তরিক- স্পীকার ড. শিরীন শারমিন

আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়ন ইরানের হামিদ

প্রকাশিত: ০৫:৩৫, ২৬ অক্টোবর ২০১৫

আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়ন ইরানের হামিদ

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকায় সদ্যসমাপ্ত আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় ইরানের হামিদ বায়াত চ্যাম্পিয়ন ও সাঈদ রোশনেই প্রথম রানার্সআপ হয়েছেন। দ্বিতীয় রানার্সআপ হচ্ছেন বাংলাদেশের আলেক্সান্ডার ওয়াদুদ। বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী প্রতিযোগিতার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ড. শিরীন শারমিন তার বক্তব্যে বলেন, একটি সুষ্ঠু জাতি গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। তাই বাংলাদেশের তরুণ সমাজকে খেলাধুলা ও শরীরচর্চায় উদ্বুদ্ধ করতে সকলকে এগিয়ে আসতে হবে। ইন্টারন্যাশনাল কারাতে অর্গানাইজেশন (আইকেও), বাংলাদেশ শাখা আয়োজিত হয় ‘আন্তর্জাতিক ওপেন ফুলকন্টাক্ট কারাতে টুর্নামেন্টে। স্পীকার বলেন, ক্রীড়া শুধু অবসর ও বিনোদনের অংশই নয়, এটা মনোবল বৃদ্ধি ও শৃঙ্খলাবদ্ধ জীবন-যাপনেও সহায়তা করে। বর্তমান সরকার বিভিন্ন ধরনের খেলার উন্নয়নে কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সাফল্য তারই প্রমাণ। স্পীকার সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সবাইকে এ লক্ষ্যে সহায়তার আহ্বান জানান। তিনি আরও বলেন, খেলাধুলা আন্তর্জাতিক কূটনীতি ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দেশের ভাবমূর্তির উন্নয়নেও ক্রীড়ার ভূমিকা অপরিসীম। তাই তিনি বিভিন্ন ক্রীড়াবিদকে আরও কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে সম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, টুর্নামেন্টে ৬ দেশের, বাংলাদেশ, ইরান, ভারত, লেবানন, ইংল্যান্ড, আমেরিকার মোট ৭ টিম অংশগ্রহণ করে। মোট প্রতিযোগীর সংখ্যা ছিল ১৭ জন।
×