ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আশুলিয়ায় স্ত্রীকে এসিড নিক্ষেপ

প্রকাশিত: ০০:৩০, ২৫ অক্টোবর ২০১৫

আশুলিয়ায় স্ত্রীকে এসিড নিক্ষেপ

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ পারিবারিক কলহের জের ধরে স্বামী সোহাগ মিয়া তার স্ত্রী মেহজাবিনকে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। মেহজাবিনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে সাভার গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকা মেডিক্যালে প্রেরণ করা হয়। রবিবার ভোর রাতে আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় এ ঘটনা ঘটে। সোহাগ সিএনজি চালক এবং মেহজাবিন পোশাক শ্রমিক। জানা গেছে, ভোর রাত ৪টার দিকে মেহজাবিনের আর্তচিৎকার শুনে আশ-পাশের লোকজন ছুঁটে এসে দেখতে পায় যে তার স্বামী সোহাগ মিয়া তাকে এসিড নিক্ষেপ করে পালিয়ে গেছে। এলাকাবাসী বিষয় থানাকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভার গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় । গণস্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক জানান, এসিডে ওই গৃহবধূর শরীরের ২৫ শতাংশ ঝলসে গেছে। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আশুলিয়া থানার অফিসার ইন-চার্জ মো. মহসিন কাদির বলেন, পলাতক সোহাগ মিয়াকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
×