ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে ৪ রাজাকারের বিরুদ্ধে মামলা ॥ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় প্রেরন

প্রকাশিত: ০০:১৫, ২৫ অক্টোবর ২০১৫

হবিগঞ্জে ৪ রাজাকারের বিরুদ্ধে মামলা ॥ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় প্রেরন

নজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ ৭১’সালে নৃশংস হত্যাকান্ড, ধর্ষন, নির্যাতন, লুটতরাজ, ডাকাতি, অগ্নিসংযোগ সহ নানা মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ এনে তৎকালীন পূর্ব পাকিস্তান নেজামী ইসলামী পার্টির কেন্দ্রীয় নেতা ও আল-বদর বাহিনীর প্রধান মাওলানা মোঃ সফি উদ্দিন সহ ৪ কুখ্যাত রাজাকারের বিরুদ্ধে হবিগঞ্জের আদালতে মামলা হয়েছে। রবিবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমল আদালত-৭ এ এই মামলাটি দায়ের করেন সংশ্লিস্ট জেলার লাখাই উপজেলাধীন মুড়িয়াউক গ্রামের বাসিন্দা, ৭১’সালে যুদ্ধ চলাকালীন সময়ে সংশ্লিস্ট থানার মুক্তিযোদ্ধা কমান্ডার ও টিএন্ডটির সাবেক ডাইরেক্টর (অর্থ) বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস কামাল। বাদীর পক্ষে আইনজীবি ছিলেন, এডভোকেট নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন,একাত্তরের ঘাতক দালাল নির্মূল জাতীয় কমিটির মেম্বার ও জেলা কমিটির সেক্রেটারী রফিকুল হাসান চৌধুরী তুহিন, মুক্তিযোদ্ধা হয়দার আলী ও এলাকার বিশিষ্ট ব্যক্তি আব্দুল হান্নান প্রমুখ। বিজ্ঞ বিচারক কাউছার আহমেদ মামলাটি গ্রহন করে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থায় প্রেরন করেছেন। মামলায় অভিযুক্ত অন্য আসামীরা হলেন, হবিগঞ্জ জেলার লাখাই উপজেলাধীন মুড়িয়াউক গ্রামের মৃত আসক উল্লাহ’র ছেলে রাজাকার জাহিদ মিয়া (৬৮), একই উপজেলাধীন একই গ্রামের বাসিন্দা মোঃ মাহতাব মিয়া ওরফে সুদিন মিয়ার ছেলে তাজুল ইসলাম ওরফে পোকন রাজাকার (৬৯) ও একই উপজেলাধীন জিরুন্ডা গ্রামের মৃত আব্দুস ছত্তারের ছেলে রাজাকার মোঃ ছালেক মিয়া ওরফে ছয়েক মিয়া (৬৭)।
×