ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এমপি লিটনের জামিন নামঞ্জুর

প্রকাশিত: ২০:০৫, ২৫ অক্টোবর ২০১৫

এমপি লিটনের জামিন নামঞ্জুর

অনলাইন রির্পোটার ॥ শিশু সৌরভকে গুলির মামলায় গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের জামিন আবেদন আবারও নাকচ করেছে আদালত। এই আওয়ামী লীগ নেতার আবেদন শুনে গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. মইনুল হাসান ইউসুফ আজ রবিবার এই আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী অ্যডভোকেট মো. সিরাজুল ইসলাম বাবু জানান, একই আদালতে ভাংচুরের আরেকটি মামলায় সাংসদ লিটনের জামিন আবেদনের শুনানি হয়েছে এদিন। তবে বিচারক এখনও আদেশ দেননি। এ মামলায় যে আদেশই আসুক, গুলির মামলায় জামিন নাকচ হওয়ায় আপাতত মুক্তি পাচ্ছেন না গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য লিটন। গত ২ অক্টোবর লিটনের ছোড়া গুলিতে আহত হয় নয় বছরের শাহাদাত হোসেন সৌরভ। দুই পায়ে তিনটি গুলির ক্ষত নিয়ে সে এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
×