ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলের মধুপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে ৪ জন নিহত

প্রকাশিত: ১৮:৫৭, ২৫ অক্টোবর ২০১৫

টাঙ্গাইলের মধুপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে ৪ জন নিহত

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল॥ টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুরের রক্তিপাড়া মোড়ে ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ৩জন সিএনজি যাত্রী নিহত হয়েছে। আর আহত হয়েছে ৩জন। আজ রবিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুরঘটনাটি ঘটে। মধুপুর থানার ওসি সফিকুল ইসলাম জানান, আজ রবিবার ভোরে টাঙ্গাইল থেকে একটি সিএনজি বিভিন্ন জায়গা থেকে যাত্রী উঠিয়ে মধুপুরের দিকে যাচ্ছিলো। মহাসড়কের মধুপুরের রক্তিপাড়া মোড় এলাকায় সিএনজি অটোরিক্সাটি এসে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে সিএনজি অটোরিক্সাটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪জন সিএনজি যাত্রী মারা যায়। নিহতরা হলো- মধুপুর গাঙ্গাইর বেকারকোনা গ্রামের আব্দুল বাছেতের ছেলে জনি (২০), ঘাটাইল উপজেলার খিলগাতী গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে দারোগ আলী (৬০) এবং ঘাটাইল উপজেলার দেওলাবাড়ী গ্রামের মকবুল হোসেনের ছেলে আব্দুল খালেক (৪০)ও আনোয়ার হোসেন (২০), । খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের একটি দল ও থানার পুলিশ নিহত এবং আহতদের উদ্ধার করে। আহত ২ জন হলেন- হাবিবুর রহমান (৫৫) ও সিএনজি চালক অজ্ঞাত (৩৫)। এদেরকে প্রথমে মধুপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে তাদেরকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে। এদিকে নিহতদের লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
×