ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুয়েট ছাত্রের সাফল্য ॥ আনটাচ কম্পিউটারকে টাচে পরিণত করা

প্রকাশিত: ০০:৩৫, ২১ অক্টোবর ২০১৫

কুয়েট ছাত্রের সাফল্য ॥ আনটাচ কম্পিউটারকে টাচে পরিণত করা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের ছেলে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র হানিফ আলী সোহাগ। লেখাপড়ার পাশাপাশি নতুন কিছু উদ্ভাবন করতেই মনোযোগী বেশি। ইতোপূর্বে কম্পিউটারের লেজারবিহীন মাউস ও মোবাইল ফোনের মাধ্যমে দূর থেকে নিয়ন্ত্রণযন্ত্র উদ্ভাবন করেছিলেন। এবার ব্যবহৃত আনটাচ কম্পিউটার/ল্যাপটপকে টাচ পদ্ধতিতে পরিণত করার প্রযুক্তি উদ্ভাবন করে আবার সাফল্য দেখালেন তিনি। হানিফ আলীর সঙ্গে কথা বলে জানা যায়, তার উদ্ভাবিত সফটওয়্যারে মাত্র ৫-৬শ’ টাকা ব্যয়ে যে কোন ল্যাপটপ/কম্পিউটারকে টাচে পরিণত করা সম্ভব। তার উদ্ভাবিত ‘ল্যাপটাচ’ নামের একটি সফটওয়্যার দ্বারা ল্যাপটপ/কম্পিউটারকে টাচে পরিণত করা যাবে। টাচের জন্য ব্যবহার করা হয়েছে ওয়েবক্যামের ব্যাটারিচালিত লাইট। কম্পিউটার/ল্যাপটপের ডেস্কটপের স্ক্রিনের মাপ পর্যবেক্ষণের জন্য মাউসের সাহায্যে চারটি পয়েন্ট সিলেক্ট করার পর সফটওয়্যার কাজ করবে। আঙ্গুলের মাথায় সেট করা একটি ছোট সাধারণ লাইট ও ওয়েবক্যামের মাধ্যমে কম্পিউটার/ল্যাপটপ পরিচালনা করা যাবে। এই লাইটের দ্বারা কম্পিউটার স্ক্রিনে সরাসরি ছবি আঁকা বা লেখা যাবে। লাইটের টাচে মাউসের মতোই সহজেই সবকিছু ক্লিক করা যাবে। এই উদ্ভাবনী প্রযুক্তিতে মাউস ছাড়াই লাইটের মাধ্যমেই কম্পিউটারের সব নিয়ন্ত্রণ করা সম্ভব। দিনাজপুর শহরের কালীতলার সলিমুল্লাহর পুত্র মেধাবী ছাত্র হানিফ আলী এর আগে ইন্টারনেটের সাহায্যে মোবাইলের মাধ্যমে দূর থেকে বাড়ি/প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণযন্ত্র এবং লেজারবিহীন মাউস উদ্ভাবন করেন। হানিফের পিতা এ্যাডভোকেট সলিমুল্লাহ জানান, ছোট থেকেই হানিফ লেখাপড়ার পাশাপাশি সব সময় নতুন কিছু করার চেষ্টা করত। বাড়ির ইলেকট্রনিক্সসামগ্রী খুঁটিয়ে খুঁটিয়ে দেখা তার অভ্যাসে পরিণত হয়ে যায়। হানিফ বর্তমানে কুয়েটে ইলেকট্রিক এ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে লেখাপড়া করছেন।
×