ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আট বছরের শিশু রামিমকে বাঁচাতে সহায়তা দিন

মানুষ মানুষের জন্য

প্রকাশিত: ০৫:৩১, ১৩ সেপ্টেম্বর ২০১৫

মানুষ মানুষের জন্য

স্টাফ রিপোর্টার ॥ আট বছরের শিশু রামিমের জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সে দুরারোগ্য ব্যাধি থ্যালাসিমিয়ায় আক্রান্ত। জরুরী ভিত্তিতে বোনম্যারো প্রতিস্থাপন করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এজন্য প্রয়োজন প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকা। কিন্তু শিশুটির মাতা-পিতার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। চার মাস বয়সেই এ মরণব্যাধিতে আক্রান্ত হয় রামিম। আজ প্রায় ৮ বছর ধরে তার চিকিৎসা চলছে। চিকিৎসার পেছনে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন শিশুটির মাতা রুমা বেগম ও পিতা মোঃ আবুল কাশেম শেখ। ফরিদপুর জেলার সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্টি গ্রামে তাদের বাড়ি। পরিবারটির আর্থিক অবস্থা ভাল না। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। আর শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে। এমতাবস্থায়, শিশু রামিমের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় মাতা-পিতা। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে- ০১৯৬০২৭৭৮৮১। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে- পিতা মোঃ আবুল কাশেম শেখ ও রুমা বেগম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি:, ফরিদপুর শাখা, হিসাব নং -২০৫০১৪৮০২০৩৬৮৯৮১৬। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×