ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিশু নির্যাতন বিরোধী সামাজিক আন্দোলন গড়ার আহ্বান খেলাঘরের

প্রকাশিত: ০৫:৪০, ১২ সেপ্টেম্বর ২০১৫

শিশু নির্যাতন বিরোধী  সামাজিক আন্দোলন  গড়ার আহ্বান  খেলাঘরের

স্টাফ রিপোর্টার ॥ নির্যাতন, হত্যা, ধর্ষণসহ শিশু অধিকার লঙ্ঘনের ঘটনা নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। পাশাপাশি অপরাধীদের ফাঁসিসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা। তারা বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি ও দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে শিশু নির্যাতনসহ সামাজিক অপরাধ বাড়ছে। তাই বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এসব অপরাধের বিচার দ্রুত নিষ্পত্তি করতে হবে। শুক্রবার খেলাঘর জাতীয় পরিষদ সভা থেকে এ আহ্বান জানানো হয়। রাজধানীর শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা বিভাগের সভাকক্ষে দিনব্যাপী এ সভায় সভাপতিত্ব করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিম-লীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার।
×