ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রতিমন্ত্রী তারানা হালিমকে ফোনে হুমকি

প্রকাশিত: ০৫:২৫, ১২ সেপ্টেম্বর ২০১৫

প্রতিমন্ত্রী তারানা হালিমকে ফোনে  হুমকি

স্টাফ রিপোর্টার ॥ ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার তিনি নিজে দাবি করেন, অবৈধ ভিওআইপি ও অবৈধ সিম বন্ধে সরকারের চলমান কার্যক্রম বন্ধ করার জন্য এ হুমকি দেয়া হচ্ছে। প্রতিমন্ত্রী আরও বলেন, বুধবার সচিবালয়ে অফিসের সবুজ রঙের টেলিফোনে এ হুমকি আসে। হঠাৎ আমাকে ফোন করে বলা হয়, অবৈধ ভিওআইপি ও অবৈধ সিমের ব্যাপারে ঘাঁটাঘাঁটি করবেন না। এর পরিণাম ভাল হবে না। আপনি চুপ থাকেন। জবাবে তারানা হালিম তাদের বলেন, আপনারা হুমকি দিয়ে আমার কাজ বন্ধ করতে পারবেন না। আমার প্রতি সরকারের পূর্ণ সমর্থন রয়েছে। আমার পেছনে প্রধানমন্ত্রী আছেন। আমার প্রতি মানুষের ভালবাসা রয়েছে। তিনি বলেন, সবুজ টেলিফোনে হুমকি দিয়েই ক্ষান্ত হয়নি, তারা তাদের হুমকি এখনও চালিয়ে যাচ্ছে। আমার ব্যক্তিগত মোবাইল ফোনেও মেসেজ পাঠিয়ে হুমকি দেয়া হচ্ছে। আমি বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি। জানা যায়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এ বিষয়ে তদন্ত করছে। ঘটনার সত্য মিথ্যা সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
×