ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাঙ্গাকারার নৈপুণ্যে ফাইনালে সারে

প্রকাশিত: ০৬:৩৭, ৯ সেপ্টেম্বর ২০১৫

সাঙ্গাকারার নৈপুণ্যে ফাইনালে সারে

স্পোর্টস রিপোর্টার ॥ দুরন্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে কাউন্টি দল সারেকে ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে তুললেন কুমার সাঙ্গকারা। রয়্যাল লন্ডন ওয়ানডে-কাপে ওভালের দ্বিতীয় সেমিতে ৪ রানের নাটকীয় জয় পায় সারে। সাঙ্গার ১৬৬ রানের ম্যারাথন ইনিংসের ওপর ভর করে নির্ধরিত ৫০ ওভারে ৫ উইকেটে সমান ৩০০ রান করে সারে। জবাবে ৭ উইকেটে ২৯৬ রানে থামে ক্রিস রিডের নেতৃত্বাধীন নটিংহামশায়ার। বিশ্বকাপে টানা চার ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে বিরল এক রেকর্ড গড়েন সাঙ্গাকারা। ঘরের মাটিতে সদ্যসমাপ্ত ভারত সিরিজে (টেস্টে) আন্তর্জাতিক ক্রিকেটকে যখন আনুষ্ঠানিক বিদায় জানান, অনেকেই অনুরোধ জানিয়েছিলেন, আরও কিছুদিন শ্রীলঙ্কার জার্সিতে খেলে যান। কিন্তু অবসর নিয়ে বন্ধু মাহেলা জয়বর্ধনের সঙ্গী হন তিনি। ব্যাটের ধার যে এতটুকু কমেনি, এই সেঞ্চুরি তারই প্রমাণ। রানের ফুলঝুরি ছুটিয়েছেন ৩৭ বছর বয়সী লঙ্কান-লিজেন্ড। ১৩৮ বলে ১৩ চার ও ১ ছক্কায় ১৬৬ রানের দুর্দান্ত এক ক্ল্যাসিক্যাল ইনিংস উপহার দেন সাঙ্গাকারা। ১শ’ থেকে দেড় শ’তে পৌঁছাতে মাত্র ২৯ বল খেলেন তিনি। কাউন্টিতে এবারের ওয়ানডে টুর্নামেন্টের এটিই ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। টুর্নামেন্টে ৭ ম্যাচে দুই সেঞ্চুরি ও এক হাফসেঞ্চুরির সাহায্যে সাঙ্গাকারার মোট রান ৪২৭। গড় ৬১.২৮। সারের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান করেন গ্যারি উইলসন। এছাড়া বেন ফোকসের ৪২ উল্লেখ্য। হারলেও ম্যাচটিকে তুমুল উত্তেজনা তৈরি করেন নটিংহামশায়ার ব্যাটসম্যান গ্রেগ স্মিথ। ১৩৪ বলে ১২৪ রান করে আউট হন তিনি। এছাড়া ড্যানিয়েল ক্রিশ্চিয়ান ৫৪, সামিত প্যাটেল ৫১ এবং স্টিভেন মুলানি করেন অপরাজিত ৪২ রান। তবে সব ছাপিয়ে আলোচনায় কেবলই সাঙ্গাকারা। ম্যাচ শেষে সারে অধিনায়ক গ্যারেথ ব্যাটি যেমন বলেন, ‘সাঙ্গাকারার ইনিংসই ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছে। আমি মনে করি, সে এখনও বিশ্বের সেরা ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছে, এটা বিশ্ব ক্রিকেটের জন্য কষ্টের হলেও আমাদের জন্য দারুণ সুখবর। ৩০০ রান জয়ের জন্য যথেষ্ট হলেও আমরা জানতাম ম্যাচটাতে প্রতিদ্বন্দ্বিতা হবে। কারণ নটস একটি দারুণ দল, গ্রেগ স্মিথ দারুণ ব্যাটিং করেছে। প্রতিপক্ষ নটিংমহ্যামের অধিনায়ক রিডের কণ্ঠেও একই সুর, ‘সাঙ্গাকার অসাধারণ ইনিংসের পরে ম্যাচে টিকে থাকতে হলে আমাদের বিশেষ কিছু করে দেখানোর প্রয়োজন ছিল। মোটামুটি কাছাকাছি গেলেও শেষ মুহূর্তে কিছু উইকেটের পতনে হারতে হয়েছে।’ লর্ডসে শনিবারের ফাইনালে সারের প্রতিপক্ষ গ্লুচেস্টারশায়ার।
×