ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে সূচকের পতন

প্রকাশিত: ০৪:১৯, ৯ সেপ্টেম্বর ২০১৫

পুঁজিবাজারে সূচকের পতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ একদিনের ব্যবধানে আবারও সূচকের পতন হয়েছে দেশের পুঁজিবাজারে। সকালে সূচকের বৃদ্ধিতে লেনদেন শুরু হলেও কিছুটা সময় পরেই বিনিয়োগকারীদের মুনাফা তোলার প্রবণতা দেখা দেয়। ফলে তালিকাভুক্ত কোম্পানিগুলো দর হারাতে শুরু করে। লেনদেনের শেষ পর্যন্ত এ ধারা অব্যাহত থাকায় অধিকাংশ কোম্পানির দরপতনে মঙ্গলবার দেশের উভয় বাজারে সূচকের পতন ঘটে। সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও কমেছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সের পতন হয়েছে ৭.৪৫ পয়েন্ট। দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৮৪.৪৬ পয়েন্টে। সোমবার সূচক বেড়েছিল ১৯.২৬ পয়েন্ট। ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩২০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দিনশেষে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১৭২টির ও অপরিবর্তিত রয়েছে ৪০টির দর। দরবৃদ্ধিতে এগিয়ে ছিল সিমেন্ট খাত। এ খাতের ৭টি কোম্পানির মধ্যে ৬টিরই দর বেড়েছে। অপরদিকে প্রকৌশল, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস খাতের অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। অন্যান্য খাতে মিশ্রাবস্থায় শেষ হয়েছে দিনের লেনদেন। এদিকে গত কয়েক দিন ধরেই ডিএসইর লেনদেন ৪০০ কোটি টাকার ঘরে সীমাবদ্ধ হয়ে পড়েছে। মঙ্গলবারও তার ব্যতিক্রম হয়নি। তবে সোমবারের তুলনায় লেনদেন কমেছে ২৮ কোটি ৯৮ লাখ টাকা। দিনশেষে লেনদেন হয়েছে ৪৪৪ কোটি ৮০ লাখ টাকা। সোমবার লেনদেন হয়েছিল ৪৭৩ কোটি ৭৯ লাখ টাকা। লেনদেনের শীর্ষে উঠে রয়েছে আমান ফিড। দিনশেষে কোম্পানির ২০ কোটি ১৯ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড এয়ারের লেনদেন হয়েছে ১৭ কোটি ৫৪ লাখ ৪০ হাজার টাকা। ১৬ কোটি ৮৩ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে লিন্ডে বিডি। এই তালিকায় অন্যান্য কোম্পানি হলো এমারেল্ড অয়েল, স্কয়ার ফার্মা, খুলনা পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, বিএসআরএম, গ্রামীণফোন। ডিএসইর দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : আইসিবি এমপ্লয়ীজ ১ম মিউচুয়াল ফান্ড, সানলাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ, আরামিট সিমেন্ট, লিন্ডে বিডি, প্রাইম লাইফ, ডিবিএইচ মিউচুয়াল ফান্ড, দেশ গার্মেন্টস, পিপলস লিজিং ও প্রাইম ইসলামী মিউচুয়াল ফান্ড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : এইম ফাস্ট ১ম মিউচুয়াল ফান্ড, গ্রামীণ স্কিম ১, গ্রামীণ স্কিম ২, এবিবি ১ম মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ ১ম মিউচুয়াল ফান্ড, জুটস স্পিনার্স, হাক্কানী পাল্প ও বিডি অটোকারস। একইভাবে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সব ধরনের সূচক কমেছে। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে সিএসসিএক্স ৩৬.৫০ পয়েন্ট কমে দিনশেষে ৮ হাজার ৯০৪.৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সেখানে মোট লেনদেন হয়েছে ৩২ কোটি ৪৯ লাখ টাকা। আগের দিন সেখানে ৩৭ কোটি টাকার লেনদেন হয়েছে। সিএসইতে লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দর।
×