ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অলৌকিক

প্রকাশিত: ০৫:৪৩, ৭ সেপ্টেম্বর ২০১৫

অলৌকিক

অবিশ্বাস্যভাবে বেঁচে গেল এক কুকুরছানা। সাড়ে তিন শ’ ফুট নিচে পড়ে গিয়েও অক্ষত রয়েছে। এ ঘটনাকে অলৌকিক না বলে উপায় কী। দশ মাস বয়সী টাবি নামের কুকুরছানাটি এখন বহাল তবিয়তেই আছে। ঘটনাটি ঘটেছে সমুদ্র তীরবর্তী শহর ডোরসেটে। কুকুরটি ভেড়ার পালের তাড়া খেয়ে প্রথমে সমুদ্র তীরের পাহাড়ের খাড়ি থেকে বিশ ফুট নিচে পড়ে যায়। একে উদ্ধার করতে এগিয়ে যায় স্থানীয় কোস্টগার্ডের কর্মকর্তা। তাতে আরও ঘাবড়ে যায় কুকুরটি। আর ঘাবড়ানো কুকুরটি ভেবেছিল কোস্টগার্ড তাকে ধাওয়া করছে, সে কারণে এটি পালানোর চেষ্টা করে। আর এতেই বাঁধে বিপত্তি। খাড়ি থেকে তিন শ‘ ত্রিশ ফুট নিচে পড়ে যায়। পড়ে নিচের গভীর জঙ্গলে। তারপরেও কুকুরটির কিছু হয়নি। সামান্যতম আঁচড়ও দেখা যায়নি তার গায়ে। কোস্টগার্ডরা পরে একে উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করে। Ñওয়েবসাইট
×