ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১০০ মিটারে আবারও শেলী

প্রকাশিত: ০৬:২৫, ৬ সেপ্টেম্বর ২০১৫

১০০ মিটারে আবারও শেলী

স্পোর্টস রিপোর্টার ॥ কিছুদিন আগেই শেষ হয়ে গেছে বিশ্ব এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপসের জমজমাট আসর। বেজিং অধ্যায় সমাপ্তির পর মাত্র ৫ দিন পেরিয়ে যেতেই আবার বিশ্বসেরা এ্যাথলেটরা ট্র্যাক এ্যান্ড ফিল্ডের লড়াইয়ে নেমে পড়েছেন। জ্যামাইকার মহিলা বিশ্ব স্প্রিন্ট চ্যাম্পিয়ন শেলী এ্যান ফ্রেজার-প্রাইস ডায়মন্ড লীগে জয়ও তুলে নিয়েছেন। জুরিখের ঠা-া আবহাওয়ায় তিনি ১০.৯৩ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন। কিন্তু বিশ্বআসরে নিজ নিজ ইভেন্টে স্বর্ণ জয় করা ওয়েড ব্যান নিয়েকার্ক, ডেভিড রুডিশা ও মারিয়া আরজামাসোভা জিততে পারেননি। ওদিকে বার্লিনে বাৎসরিক ট্র্যাক এ্যান্ড ফিল্ড মিটে অংশ নিতে প্রস্তুত বিশ্বসেরা এ্যাথলেটরা। জার্মানির শটপুট বিশ্বচ্যাম্পিয়ন ক্রিস্টিনা শুয়ানিৎজ এবং জ্যাভেলিনের রানী ক্যাথারিনা মোলিটর বার্লিনে নিজেদের ইভেন্টে শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে নামবেন। দু’জনই এবার বিশ্বআসরে চ্যাম্পিয়ন হয়েছেন। পুরুষদের চাকতি নিক্ষেপে স্বর্ণজয়ী পিওটর মালাচোভস্কি, মেয়েদের ৮০০ মিটারে বিশ্বচ্যাম্পিয়ন মেরিনা আরজামাসোভাও নামবেন। বেজিংয়ে এবার পোল ভল্টে বিশ্ব রেকর্ডধারী ফ্রান্সের রেনো ল্যাভিলেনি ব্রোঞ্জ জিততে পেরেছিলেন। আবার নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে নামবেন তিনি। তবে এখানেও তাকে লড়তে হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন কানাডার শওনেসি বারবারের বিপক্ষে। থাকবেন রৌপ্য জেতা জার্মান তারকা রাফায়েল হোলজডেপি। মেয়েদের বিশ্ব হ্যামার থ্রো চ্যাম্পিয়ন আনিতা লোডার্সজাইক অবশ্য অসুস্থতার জন্য নাম প্রত্যাহার করে নিয়েছেন বার্লিন মিট থেকে। একদিনের এ ইভেন্টে আয়োজকরা আশা করছে অন্তত ৬০ হাজার দর্শক সমাগম ঘটবে। এবার নিয়ে ৭৪তম বারের মতো বার্লিন মিট অনুুষ্ঠিত হবে। বার্লিনে লড়াইয়ে নামার আগেই আরজামাসোভা ডায়মন্ড লীগে নেমেছিলেন জুরিখে। কিন্তু ব্যর্থ হয়েছেন ৮০০ মিটারে। বিশ্ব আসরে কেনিয়ার ইউনিস সাম হেরে গিয়েছিলেন তার কাছে। এবার প্রতিশোধ নিয়েছেন তিনি ১ মিনিট ৫৯.১৪ সেকেন্ড সময় নিয়ে। আর পুরুষদের ৮০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হয়েছেন পোল্যান্ডের এডাম কেজকট। তিনি হারিয়ে দেন আলজেরিয়ার তাওফিক মাখলোউফি, ইথিওপিয়ার মোহাম্মদ আমান ও কেনিয়ার বিশ্ব রেকর্ডধারী বিশ্বচ্যাম্পিয়ন রুডিশাকে। ৪০০ মিটারে মার্কিন তারকা লশান মেরিট জিতেছেন। আর ৩ হাজার মিটারে কেনিয়ার গেনজেবে দিবাবা আবার হেরে গেছেন স্বদেশী আলমাজ আয়ানার কাছে। মিট রেকর্ড গড়েছেন আয়ানা ৮ মিনিট ২২.৩৪ সেকেন্ড টাইমিংয়ে জিতে। তবে ২৮ বছর বয়সী বিশ্বের দ্রুততম মানবী শেলী তার অবস্থান ধরে রেখেছেন। এবার তিনি ১০.৯৩ সেকেন্ড সময় নিয়ে ডায়মন্ড লীগেও জয় তুলে নিয়েছেন। ১০০ মিটারে আবারও জিতে তিনি আয় করেছেন ৪০ হাজার মার্কিন ডলার। এছাড়া মেয়েদের ৪ী১০০ মিটার রিলেতেও দলকে জিতিয়েছেন তিনি। নতুন মিট রেকর্ড ৪১.৬০ সেকেন্ড সময় নিয়ে শেষ করেছে জ্যামাইকা। পুরুষ লংজাম্পে ব্রিটেনের গ্রেগ রাদারফোর্ড জিতেছেন। গত তিনবার ১৫০০ মিটারে বিশ্বচ্যাম্পিয়ন কেনিয়ার আসবেল কিপরপও জিতে নিয়েছেন ৪০ হাজার মার্কিন ডলার।
×