ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলা প্রথম পত্র

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:২৩, ৬ সেপ্টেম্বর ২০১৫

নবম-দশম শ্রেণির পড়াশোনা

১. ‘দশের লাঠি একের বোঝা’ - কথাটি ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের কোন ভাবসত্যকে ধারণ করে? ক) একার পক্ষে জাতীয় উন্নতি সাধন সম্ভব খ) দশে মিলে কাজ করলে উন্নতি অবশ্যম্ভাবী গ) ক্ষমতাধররা কেবল শোষণই করতে পারে ঘ) বিত্তবানেরা সদা আত্মসুখ সন্ধানেই ব্যস্ত সঠিক উত্তর: (খ) ২. ‘দুলের মড়ার কাঠ কি হবে শুনি?’ - অধরের এ উক্তিতে প্রকাশ পেয়েছে র. অবজ্ঞা রর. অহংকার ররর. জাতিভেদে বিশ্বাস নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (গ) ৩. আমাদের সমাজে দেখা যায় - শিক্ষা অর্জন করেও আমরা এর সুফল পাচ্ছি না। এর প্রকৃত কারণ কী? ক) আমরা বন্দি জীবনকে ভালোবাসি খ) দীর্ঘদিন আমরা পরাধীন ছিলাম গ) পরীক্ষায় পাস করতে না পারলে আমাদের ধিক্কার দেয় ঘ) আমরা মনে করি - শিক্ষা অর্জনের উদ্দেশ্য অর্থ উপার্জন সঠিক উত্তর: (ঘ) ৪. ‘আম আঁটির ভেঁপু’র কাহিনী লেখক কখন শুরু করেছেন? ক) ভোর বেলায় খ) সকাল বেলায় গ) দুপুর বেলায় ঘ) বিকেল বেলায় সঠিক উত্তর: (খ) ৫. ‘নবাবের বাড়ির মেয়ে কিনা! গরিবের ঘরের অন্ন ওর মুখে রোচে না।’ - উক্তিটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ক) উপহাসসূচক অর্থে খ) শেষাত্মক অর্থে গ) বিদ্রূপাত্মক অর্থে ঘ) ব্যাঙ্গাত্মক অর্থে সঠিক উত্তর: (ঘ) ৬. কীসের ফলে মানুষের আত্মিক মৃত্যু ঘটে? ক) শিক্ষার ফলে খ) অভাবের ফলে গ) হিংসার ফলে ঘ) লোভের ফলে সঠিক উত্তর: (ঘ) ৭. ১৯৪৭ সালে উপমহাদেশ বিভক্তির ফলে কোন দুটি রাষ্ট্রের জন্ম হয়? ক) ভারত ও বাংলাদেশ খ) ভারত ও পাকিস্তান গ) পাকিস্তান ও বাংলাদেশ ঘ) পাকিস্তান ও শ্রীলঙ্কা সঠিক উত্তর: (খ) ৮. মমতাদির চোখ দুটি কেমন দেখাচ্ছিল? ক) উজ্জ্বল খ) স্থির চঞ্চল গ) নিষ্প্রভ ঘ) চঞ্চল সঠিক উত্তর: (খ) ৯. আমার কাপড় যে বাসি - মূলত এ বাক্যে প্রকাশ পেয়েছে - র. বিশ্বাস রর. কুসংস্কার ররর. প্রথা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (ক) ১০. প্রমথ চৌধুরী রচিত গ্রন্থ হলো - র. রায়তের কথা রর. চার-ইয়ারি কথা ররর. সনেট পঞ্চাশৎ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (ঘ) ১১. দাতাকর্ণ হলেন – র. মহাভারতের বিশিষ্ট চরিত্র রর. কুন্তির পুত্র ররর. দানের জন্য প্রবাদতুল্য মানুষ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (ঘ) ১২. ‘অরাতি’ শব্দটির অর্থ কী? ক) শত্রু খ) সাহস গ) উপাসনা ঘ) ভর্ৎসনা সঠিক উত্তর: (ক) ১৩. সহজ-সরল প্রকাশভঙ্গি কার রচনার অন্যতম বৈশিষ্ট্য? ক) মীর মশাররফ হোসেন খ) কাজী নজরুল ইসলাম গ) আবু ইসহাক ঘ) মোহাম্মদ ওয়াজেদ আলী সঠিক উত্তর: (ঘ) ১৪. আবীর সাহেব একজন বড় ব্যবসায়ী। তিনি শ্বশুরের টাকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এখানে ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধের যে দিকটি প্রতিফলিত র. শ্বশুরের সম্পত্তি ভোগের লালসা রর. পাস বিক্রয় ররর. ভিক্ষা গ্রহণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (ক) ১৫. দুর্গার হাতের নারকেলের মালার মধ্যে কী ছিল? ক) তেঁতুল কাটা খ) আমড়া কাটা গ) কামরাঙ্গা কাটা ঘ) আম কাটা সঠিক উত্তর: (ঘ) ১৬. ‘বিন্দুর ছেলে’ গ্রন্থের লেখক কে? ক) মানিক বন্দ্যোপাধ্যায় খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গ) রবীন্দ্রনাথ ঠাকুর ঘ) হুমায়ুন আহমেদ সঠিক উত্তর: (খ) ১৭. ‘শিউলিমালা’ কী ধরনের রচনা? ক) নাটক খ) গল্প গ) উপন্যাস ঘ) প্রবন্ধ সঠিক উত্তর: (খ) ১৮. অভাগী গ্রামে পড়ে রইল - র. দৈন্য নিয়ে রর. স্বামীকে নিয়ে ররর. শিশুপুত্র কাঙালীকে নিয়ে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (গ) ১৯. মমতাদির দুচোখ সজল হয়ে ওঠার কারণ - র. আশাতিরিক্ত মাইনা লাভ রর. কৃতজ্ঞতা ররর. দুঃখবোধ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (ক)
×