ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলা দ্বিতীয় পত্র‍

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:২৩, ৬ সেপ্টেম্বর ২০১৫

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

(পূর্ব প্রকাশের পর) ২০. কয়েকটি ধ্বনির অর্থবোধক মিলনে কী গঠিত হয়? ক) শব্দ খ) বাক্য গ) ভাষা ঘ) পদ ২১. শব্দে স্বাধীনভাবে স্বরবর্ণের পূর্ণ রূপ প্রথমে বসেছে কোনটিতে? ক) বউ খ) ইলিশ গ) বাউল ঘ) বেদুইন ২২. অভিধানে শীর্ষ শব্দের অর্থ, ব্যাখ্যা ও ব্যবহার যেভাবে বিধৃত থাকে তাকে কী বলা হয়? ক) ভুক্ত খ) ভুক্তি গ) অন্তর্ভুক্ত ঘ) অন্তর্ভুক্তি ২৩. ঈ-প্রত্যয়যোগে গঠিত স্ত্রীলিঙ্গ কোনটি? ক) জেলেনি খ) চাকরানি গ) বাঘিনী ঘ) চাচি ২৪. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? ক) উপভাষা খ) মিশ্র ভাষা গ) সাধু ভাষা ঘ) চলিত ভাষা ২৫. বাক্যে বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে বলে- ক) অব্যয় খ) সর্বনাম গ) বিশেষণ ঘ) ক্রিয়া ২৬. ‘শ্রীশ’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? ক) শ্রী + ঈশ খ) শ্রী + ইশ গ) শ্রী + শ ঘ) শ্রীশ + অ ২৭. যে নির্দিষ্ট নিয়মে শব্দ বিন্যাস করে বাক্য গঠন করা হয় তাকে কী বলে? ক) আকাক্সক্ষা খ) আসক্তি গ) পদক্রম ঘ) যোগ্যতা ২৮. অভিধানের নিয়মানুসারে কোনটির ক্রম প্রথম হবে? ক) ল্ল খ) ল্ড গ) ল্প ঘ) ল্ম ২৯. সমাসের সাহায্যে গঠিত শব্দ - ক) নদীমাতৃক খ) বিদ্যালয় গ) বৈঠকখানা ঘ) নিবারণ ৩০. ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যায়- কী কী? ক) মৌলিক ধাতু ও সিদ্ধ ধাতু খ) ক্রিয়ামূল ও ক্রিয়া বিভক্তি গ) গম্ ও গট্ ধাতু ঘ) স্বয়ংসিদ্ধ ও মৌলিক ধাতু ৩১. নিচের কোনটি মৌলিক শব্দ? ক) সুকণ্ঠ খ) পাগল গ) অথৈ ঘ) লাজুক ৩২. নিচের কোনটি স-জাত বিসর্গ সন্ধির উদাহরণ? ক) সংহার খ) মস্যাধার গ) স্বাগত ঘ) নমস্কার ৩৩. কোন পদগুলোর পুরুষ বা স্ত্রীবাচক বৈশিষ্ট্য বোঝানো হয়? ক) প্রাণিবাচক পদের খ) বিশেষ্য পদের গ) প্রাণি-অপ্রাণিবাচক পদের ঘ) বিশেষ্য- বিশেষণ পদের ৩৪. ক্লীবলিঙ্গ কোনগুলো? ক) পিতা, নর খ) চেয়ার, খাতা গ) নদী, পর্বত ঘ) ধাত্রী, কবিরাজ ৩৫. হাইফেন চিহ্ন বসে - ক) দুই বা ততোধিক শব্দের মাঝে খ) ভাব প্রকাশক বাক্যের শেষে গ) দুই বা ততোধিক শব্দের প্রথমে ঘ) দুটি বাক্যের সংযোগ স্থলে ৩৬. ব্যঞ্জনধ্বনি ও ব্যঞ্জনধ্বনি মিলে নিচের কোন সন্ধিজাত শব্দটি তৈরি? ক) তদন্ত খ) ভাবুক গ) ইত্যাদি ঘ) বিপচ্ছায়া ৩৭. ‘পর্বত’ শব্দের সমার্থক শব্দ কী? ক) ধরা খ) শৈল গ) সিন্ধু ঘ) তড়িৎ ৩৮. নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি? ক) দিগন্ত খ) নদ্যম্ব গ) গবাক্ষ ঘ) যথেষ্ট ৩৯. সন্ধি কয় প্রকার? ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ ৪০. আবেগ প্রকাশক অব্যয় পদ সাধারণত বাক্যের কোথায় বসে? ক) শুরুতে খ) মধ্যে গ) শেষে ঘ) শুরুতে ও শেষে ৪১. উপসর্গের প্রধান কাজ কী? ক) শব্দ গঠন করা খ) শব্দকে সংকোচিত করা গ) শব্দকে সম্প্রসারণ করা ঘ) শব্দের উৎস নির্দেশ করা ৪২. শব্দের যে বৈশিষ্ট্য থেকে পুরুষ বা স্ত্রী বোঝা যায় তাকে কী বলে? ক) প্রত্যয় খ) লিঙ্গ গ) বিভক্তি ঘ) পদ ৪৩. আসলে বিসর্গসন্ধি কোন সন্ধির অন্তর্ভুক্ত? ক) স্বরসন্ধি খ) ব্যঞ্জনসন্ধি গ) নিপাতনে সিদ্ধ সন্ধি ঘ) স্বরব্যঞ্জন সন্ধি ৪৪. সন্ধির ক্ষেত্রে ধ্বনির মিলন কয় রকমের হতে পারে? ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ ৪৫. সমাপিকা ক্রিয়া সাধারণত কোথায় বসে? ক) বাক্যের শুরুতে খ) বাক্যের মধ্যে গ) বাক্যের শেষে ঘ) বাক্যের শুরুতে ও শেষে ৪৬. ‘নীরস’- এর বিপরীত শব্দ কী? ক) সবল খ) দুর্বল গ) সরস ঘ) রসালো ৪৭. কোনটিতে বৃহদার্থে স্ত্রীবাচক প্রত্যয় যুক্ত হয়েছে? ক) হিমানী খ) পুস্তিকা গ) অরণ্যানী ঘ) গীতিকা ৪৮. ব্যঞ্জনধ্বনির সাথে স্বরধ্বনি অথবা ব্যঞ্জনধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে বলে - ক) স্বরসন্ধি খ) ব্যঞ্জনসন্ধি গ) বিসর্গসন্ধি ঘ) নিপাতনে সন্ধি ৪৯. ‘অভিধান’ শব্দের ইংরেজী কী? ক) উরপঃরড়হধৎু খ) উরশঃড়ৎধৎু গ) উরপংড়হধৎু ঘ) উরপঃরড়হধৎর ৫০. যেসব অব্যয় বৈপরীত্য বা অনুমান প্রকাশ করে, তাদের আগে বসে- ক) কোলন খ) ঊর্ধ্বকমা গ) সেমিকোলন ঘ) কমা সঠিক উত্তর: ১. (ক) ২. (ক) ৩. (ঘ) ৪. (ক) ৫. (খ) ৬. (ক) ৭. (গ) ৮. (ক) ৯. (খ) ১০. (গ) ১১. (খ) ১২. (গ) ১৩. (গ) ১৪. (গ) ১৫. (গ) ১৬. (খ) ১৭. (ক) ১৮. (গ) ১৯. (খ) ২০. (ক) ২১. (খ) ২২. (খ) ২৩. (ঘ) ২৪. (গ) ২৫. (খ) ২৬. (ক) ২৭. (গ) ২৮. (খ) ২৯. (ক) ৩০. (খ) ৩১. (খ) ৩২. (ঘ) ৩৩. (ক) ৩৪. (খ) ৩৫. (ক) ৩৬. (ঘ) ৩৭. (খ) ৩৮. (গ) ৩৯. (খ) ৪০. (ক) ৪১. (ক) ৪২. (খ) ৪৩. (খ) ৪৪. (গ) ৪৫. (গ) ৪৬. (গ) ৪৭. (গ) ৪৮. (খ) ৪৯. (ক) ৫০. (গ)
×