ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিজের তৈরি সী-প্লেন আকাশে ওড়াতে চায় কলাপাড়ার শাওন

প্রকাশিত: ০৬:১৯, ৬ সেপ্টেম্বর ২০১৫

নিজের তৈরি সী-প্লেন আকাশে ওড়াতে চায়  কলাপাড়ার শাওন

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৫ সেপ্টেম্বর ॥ সী-প্লেন আকাশে ওড়াতে চায় কলাপাড়ার শাওন। সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি সী- প্লেন আকৃতির যানটি শুক্রবার বিকালে প্রথম দফায় আকাশে ওড়াতে শাওন কিছুটা ব্যর্থ হলেও শীঘ্রই সফল হবে বলে শতভাগ প্রত্যাশা ব্যক্ত করেছে। এ উপলক্ষে গাববাড়িয়া নদীর দুইপারে হাজার হাজার নারী-পুরুষের ভিড় জমে। নদীতে ভাসিয়ে আকাশে ওড়ার চেষ্টা করে শাওন। কিন্তু তার প্রথম দফার মিশন সম্পূর্ণ সফল হয়নি। উপরে উঠে আবার পানিতে পড়েছে। কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামে বাড়ি শাওনের। পুরো নাম মাহবুবুর রহমান শাওন। ১৯ বছরের তরুণ। সাধারণ পরিবারে জন্ম। বাবা নাসির উদ্দিন খান মাদ্রাসার শিক্ষক। ছোট্ট বয়স থেকেই কারিগরি বিষয় নিয়ে আগ্রহ শাওনের। যান্ত্রিকযানের প্রতি রয়েছে প্রচ- ঝোঁক। উচ্চ মাধ্যমিক পাস করার পর থেকে তার মাথায় চাপে সী-প্লেন বানানোর। বর্তমানে বরিশালের একটি টেকনিক্যাল কলেজে ডিপ্লোমা করছে। শাওন জানায়, এক শ’ সিসি মোটরসাইকেলের একটি ইঞ্জিনের সাহায্যে তার সী-প্লেন বানানোর যাত্রা। ইলেকট্রিক ফ্যান ব্যবহার করেছেন সামনের দিকে। প্যারাশুটের মতো উপরে পাখা দিয়েছেন। তার দাবি, ওড়ানোর সময় ইঞ্জিন বিকল হলেও বাতাসে ভেসে থাকবে। এটিতে চালকের একটি আসন দেয়া হয়েছে। এ যানটি নিয়ে শুক্রবার নদীতে নেমে পড়ে শাওন। বিষয়টি আগাম এলাকার লোকজন জেনে যায়। জড়ো হয় হাজার হাজার মানুষ। নদীর দুইপারে প্রচ- ভিড় লেগে যায় মানুষের। সবাই প্লেন ওড়ানো দেখতে আসে। এ দফায় শতভাগ সফল হয়নি শাওন। কিন্তু সে শীঘ্রই সী-প্লেন ওড়াতে শতভাগ সফল হবে এমনটাই দৃঢ়তার সঙ্গে জানায়। শাওন আরও জানায়, মাত্র ১৭দিন চেষ্টা করে এ পর্যন্ত পৌঁছেছে। মোটরসাইকেলের ইঞ্জিনটি ধার করে আনা। আর অন্যান্য বাবদ প্রায় কুড়ি হাজার টাকা তার খরচ হয়েছে। প্রশাসনের অনুমতি নিয়ে শীঘ্রই এটি আকাশের ওড়ানোর প্রত্যাশা ব্যক্ত করল এ তরুণ। বর্তমানে শাওনের সী-প্লেনটি দেখতে তার বাড়িতে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছে।
×