ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

প্রকাশিত: ০৭:০৬, ৫ সেপ্টেম্বর ২০১৫

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

১.গুপ্ত সম্রাটগণ তাদের রাজ্যকে কয়েকটি প্রশাসনের বিভক্ত করেন। এটি কিসের পরিচায়ক? র. দূরদর্শিতা রর. সুশাসক ররর. সুপ্রশাসক নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২.সোনারগাঁও এর শাসনকর্তা বাহারাম খানের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? ক) ১৩৩৮ খ) ১৩৩৯ গ) ১৩৪০ ঘ) ১৩৪১ ৩.কীভাবে নাসিরউদ্দিন নুসরত শাহ সম্রাট বাবরের আক্রমণ প্রতিহত করেন? ক) যুদ্ধ করে খ) সন্ধি করে গ) বীরত্বের দ্বারা ঘ) পালিয়ে গিয়ে ৪.ইসলাম খান শক্তিশালী নৌবহর গড়ে তোলেন। এর যৌক্তিকতা নিরপণে বলা যায়- ক) বার ভূঁইয়াদের দমনের প্রধান সহায়ক খ) বার ভুঁইয়ারা নদীমাতৃক অঞ্চলে বসবাস করত গ) জমিদারদের আনুগত্য লাভ ঘ) নৌবহর সম্পর্কে জমিদারগণ অজ্ঞ ছিল ৫.কেন মুসলমান শাসকগণ নিজ নিজ রাজ্যে মাদ্রাসা, মসজিদ, খানকাহ প্রভৃতি নির্মাণ করত? র. রাজ্যের প্রসারের জন্য রর. মুসলমান ঐক্য রক্ষার জন্য ররর. ধর্মীয় চেতনার প্রসারের জন্য নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৬.উত্তর ভারতের শক্তিশালী রাজা ছিলেন- র. থানেশ্বর রর. কান্যকুব্জ ররর. কনৌজ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৭.অনুচ্ছেদটি যে জাতিভেদের উল্লেখ করা হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা হিসেবে কাদের মূল্যায়ন করা হয়? ক) ক্ষত্রিয় খ) ব্রাহ্মণ গ) শুদ্র ঘ) বৈশ্য ৮.শালবন বিহার কে নির্মাণ করেন? ক) বোধিভদ্র খ) দীপঙ্কর গ) ধর্মপাল ঘ) শ্রীভবদেব ৯.কর্মান্ত বাসক বর্তমান কোন জেলার প্রাচীন নাম? ক) বরিশাল খ) বগুড়া গ) নওগাঁ ঘ) কুমিল্লা ১০.গৌড়ের সীমানা সীমাবদ্ধ হওয়ার পর কোন অংশকে গৌড়ের সীমানা বলে মনে করা হয়? র. আধুনিক মালদহ রর. সাহিত্যগ্রন্থ ররর. লোকমুখে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১১.সিদ্দিক ইতিহাসের বৈশিষ্ট্য সম্পর্কে তার বন্ধুর সাথে আলোচনা করছিল। এক্ষেত্রে প্রযোজ্য হবে- র. অতীতমুখী ও নিরন্তর প্রবাহমান রর. প্রযুক্তিনির্ভর ও দর্শনভিত্তিক ররর. বস্তুুনিষ্ঠ ও নিরপেক্ষ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১২.বিজয় সেন উত্তর ও উত্তর-পশ্চিম বাংলার নিজের প্রভুত্ব বিস্তার করেন কীভাবে? ক) মদলপালকে পরাজিত করে খ) শুর পালকে পরাজিত করে গ) ধর্মপালকে পরাজিত করে ঘ) মহীপালকে পরাজিত করে ১৩.আফতাব গিয়াসউদ্দীন আযম শাহের মাজার দেখতে যায়। সে কোথায় যায়? ক) সোনারগাঁও খ) পাহাড়পুর গ) ময়নামতি ঘ) মহাস্থানগড় ১৪.মধ্যযুগের অনেক হিন্দুর ফারসি ভাষায় শিক্ষা গ্রহণের যোক্তিকতা কোনটি? ক) সরকারি চাকরি লাভ খ) বেসরকারে চাকরি লাভ গ) পাণ্ডিত্য অর্জন ঘ) আভিজাত্য প্রকাশ ১৫.বাংলার সেন শাসনের অবসান ঘটে কীভাবে? ক) বল্লাল সেনের পরাজয়ের মধ্যে দিয়ে খ) বিজয় সেনের পরাজয়ের মধ্যে দিয়ে গ) লক্ষণ সেনের পরাজয়ের মধ্যে দিয়ে ঘ) হেমন্ত সেনের পরাজয়ের মধ্যে দিয়ে ১৬.সিমান্ত বৌদ্ধধর্মের অনুসারী। সিমান্ত বৌদ্ধধর্ম শিক্ষার জন্য ৫০ টি শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করেন। সীমান্তের সাথে মিল রয়েছে ইতিহাসের কোন শাসকের? ক) ধর্মপালের খ) শূরপালের গ) রামপালের ঘ) ন্যায়পালের ১৭.বখতিয়ারকে ভাগবত ও ভিউলি নামক দুটি পরগণার জায়গীর দান করা হয় কেন? ক) যুদ্ধে জয়লাভের জন্য খ) সাহস ও বুদ্ধিমত্তার জন্য গ) রণকৌশলের জন্য ঘ) হুসামউদ্দিন বখতিয়ারের শক্তিতে ভীত হয়েছিলেন ১৮.‘লাইলী মজনু’ কাব্যগ্রন্থের রচয়িতা কে? ক) দৌলত কাজী খ) চাঁদ কাজী গ) বাহরাম খান ঘ) আলাওল ১৯.ধর্মপাল কত বছর রাজত্ব করেন? ক) ৩৮ খ) ৩৯ গ) ৪০ ঘ) ৪১ ২০.শায়েস্তা খাঁ-কে দুই মেয়াদে বাংলায় সুবাদার নিয়োগ দেওয়া হয়। এটি প্রমাণ করে? র. দক্ষ শাসক ছিলেন রর. প্রজারঞ্জক শাসক ছিলেন ররর. জোর পূর্বক ক্ষমতা দখল করেছিলেন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
×