ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্পিলবার্গ মাইনাস ডিজনি

প্রকাশিত: ০৬:৪৯, ৫ সেপ্টেম্বর ২০১৫

স্পিলবার্গ মাইনাস ডিজনি

সংস্কৃতি ডেস্ক ॥ বিশ্বের অন্যতম চলচ্চিত্র নির্মাতা স্টিভেন স্পিলবার্গ ১৯৯৪ সালে তার দুই সহযাত্রী জেফ্রি কাটজেনবার্গ এবং ডেভিড জেফেনের সঙ্গে তৈরি করেছিলেন ‘ড্রিম ওয়ার্কস’ নামের এক ফিল্ম প্রোডাকশন কোম্পানি। এরপর এই প্রতিষ্ঠান থেকে হলিউডের একের পর এক চলচ্চিত্র নির্মিাত হয়। জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত ‘ড্রিম ওয়ার্কস’ বিনোদন বিশ্বে বিস্ময়ের কারবারি হিসেবে পরিচিতি অর্জন করেছে। গত দুই দশকে ‘শ্রেক’, ‘বি মুভি’, ‘প্রিন্স অফ ইজিপ্ট’, ‘দ্য রিং’, ‘ট্রান্সফরমার্স’ ইত্যাদিসহ অসংখ্য জনপ্রিয় এবং ব্যায়বহুল চলচ্চিত্র ‘ড্রিম ওয়ার্কস’ উপহার দিয়েছে। এই যাত্রাপথে ‘ড্রিম ওয়ার্কস’ তার সঙ্গী হিসেবে পেয়েছে ডিজনি’র মতো সংস্থাকে। দুই স্বপ্নদর্শীর মেলবন্ধনেই তৈরি হয় ‘কুং ফু পান্ডা’, ‘শ্রেক’, ‘পুস ইন বুটস’-এর মতো বিখ্যাত চলচ্চিত্র। কিন্তু সব স্বপ্নেরই যে শেষ রয়েছে, সেটা মনে করিয়ে দিলেন স্পিলবার্গ স্বয়ং। সম্প্রতি তিনি জানিয়েছেন যে, ডিজনি ও ‘ড্রিম ওয়ার্কস’-এর গাঁটছড়া আলগা হতে চলেছে শিগগির। কারণ দুই সংস্থার মধ্যে চুক্তির মেয়াদ ফুরিয়ে আসছে। আগামী ২০১৬ সালে সাহিত্যিক রোয়াল্ড ডালের কাহিনী অবলম্বনে ‘দ্য বিএফজি’-ই হবে ‘ড্রিম ওয়ার্কস’-ডিজনি প্রোডাকশনের শেষ চলচ্চিত্র। স্পিলবার্গের পছন্দের তালিকায় রয়েছে ইউনিভার্সাল এবং প্যারামাউন্ট। দেখা যাক, ‘ড্রিম ওয়ার্কস’-এর নতুন ইনিংস কোন স্বপ্ন শুরু করে।
×