ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফেসবুকে ছাত্রী উত্ত্যক্ত ॥ মূল হোতার আত্মসমর্পণ

প্রকাশিত: ০৬:৪২, ৫ সেপ্টেম্বর ২০১৫

ফেসবুকে ছাত্রী উত্ত্যক্ত ॥ মূল হোতার আত্মসমর্পণ

নিজস্ব সংবাদদাতা হবিগঞ্জ থেকে জানান, প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় হবিগঞ্জ শহরে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, প্রকাশ্যে রাজপথে তাকে লাঞ্ছিত ও পরবর্তীতে সহপাঠিদের দ্বারা ভিডিও চিত্র ফেস বুকে ছড়িয়ে দেয়ার পর নাগরিক সমাজের আন্দোলনের চাপে শুক্রবার দুপুরে বখাটে চক্রের মূল হোতা রুহুল আমীন সদর থানায় আত্মসমর্পণ করেছে। তবে তার এই ঘৃন্য কাজে সহায়তাকারীরা এখনও ধরা-ছোঁয়ার বাইরে থাকায় পুলিশী তৎপরতার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ জেলার সর্বত্র সৃষ্ট তুমুল প্রতিবাদের ঝড় অব্যাহত রয়েছে। ঘটনা নিয়ে পুলিশের নীরব ভূমিকা ও দায়িত্ব-জ্ঞানহীন বক্তব্যে অসন্তোষ্ট হয়ে সমাজসেবক ও স্বল্প দৈর্ঘ্য চলচিত্রের প্রযোজক-নির্মাতা আব্দুর রকিব রনি ও সাইফুদ্দিন জাবেদের নেতৃত্বে তরুণ প্রজন্মের ডাকা নাগরিক সমাজের ব্যানারে শুক্রবার সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ শহরের রাজপথে নেমে এসে বিশাল মানববন্ধন-সমাবেশ করে শিক্ষক-ছাত্র, সাংবাদিক-অভিভাবকসহ বিভিন্ন পেশার শত শত ক্ষুব্ধ মানুষ।
×