ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ক্যালিফোর্নিয়ার কলেজে বন্দুক হামলায় নিহত ১

প্রকাশিত: ০৬:২২, ৫ সেপ্টেম্বর ২০১৫

ক্যালিফোর্নিয়ার কলেজে বন্দুক হামলায়  নিহত ১

ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো কলেজ ক্যাম্পাসে বন্দুক হামলায় একজন নিহত ও আরও একজন গুরুতর আহত হয়েছে। পুলিশ বৃহস্পতিবার রাতে একথা জানিয়েছে। খবর এএফপির। ক্যালিফোর্নিয়ার রাজধানী নগরীর পুলিশ প্রধান স্যাম সোমার্স টুইটারে বলেন, ‘এই ঘটনার তদন্ত চলছে।’ এই ঘটনায় একমাত্র সন্দেহভাজন ব্যক্তি পলাতক রয়েছে। পুলিশ জানায়, স্থানীয় সময় ভোর ৪টার আগে (গ্রীনিচ মান সময় ১১০০) স্যাক্রামেন্টো সিটি কলেজে এই বন্দুক হামলার ঘটনাটি ঘটে। শহরের মধ্যাঞ্চলের কাছেই কলেজটি অবস্থিত। হামলার পর ক্যাম্পাসটি বন্ধ করে দেয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাম্পাসের একটি পার্কিং লটে এই হামলা চালানো হয়। পুলিশ জানায়, এই ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে। শিক্ষার্থীরা জানায়, এই সহিংস ঘটনায় ক্যাম্পাসে হৈ চৈ পড়ে যায়। পুলিশ হামলাকারীকে ধাওয়া করেছে বলে তারা নিশ্চিত করে। ৫০ বছর বয়সী জ্যাকি ফ্লোরেস স্যাক্রামেন্টো বি পত্রিকাকে জানান, তিনি ৪ থেকে ৫টি গুলির শব্দ শুনেছেন। তিনি ওই রাস্তায় বাস করেন। লেফটেন্যান্ট গবর্নর গ্যাভিন নিউসম ফেসবুকে বলেন, ‘স্যাক্রামেন্টো সিটি কলেজে এই হামলার ঘটনায় আমি খুবই মর্মাহত হয়েছি। এই ঘটনায় আমি অসুস্থ ও ক্লান্ত।’ গত সপ্তাহে সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে এক হামলায় দুই টেলিভিশন সাংবাদিক নিহত হন।
×