ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রাম বন্দরে কাস্টমসের অকশন ইয়ার্ড উদ্বোধন

প্রকাশিত: ০৬:৪২, ৩ সেপ্টেম্বর ২০১৫

চট্টগ্রাম বন্দরে কাস্টমসের অকশন ইয়ার্ড উদ্বোধন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সাধারণ মানুষ দেখলেও বেগম খালেদা জিয়া কোন উন্নয়ন দেখেন না। তিনি শুধু দেখেন জঙ্গীবাদ ও সন্ত্রাস। তার চোখে ছানি পড়েছে। স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে পেট্রোলবোমা ও সহিংসতায় শ্রমিক এবং সাধারণ মানুষ হত্যার বিচার করা হবে। নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বুধবার চট্টগ্রাম বন্দরে কাস্টমস অকশন শেড উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। একই দিনে তিনি পানগাঁও রুটে চলাচলের জন্য বন্দরের অর্থে কেনা ৩টি জাহাজ বেসরকারী অপারেটর সামিট গ্রুপের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। চট্টগ্রাম বন্দর স্টেডিয়াম ও নিউমুরিং কন্টেনার টার্মিনাল এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সদস্য এমএ লতিফ এমপি এবং মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী। সংসদ সদস্য এমএ লতিফ বন্দরের উন্নয়নে সরকারের নানা উদ্যোগের বিষয় তুলে ধরে বলেন, প্রবৃদ্ধির বিষয়টি বিবেচনায় রেখে বাল্ক টার্মিনাল ও বে-টার্মিনাল নির্মিত হচ্ছে। চট্টগ্রাম বন্দর শুধু নিজের জন্যই নয়, নগরবাসীর জীবনমান উন্নয়নেও ভূমিকা রাখছে। আমদানি-রফতানি বৃদ্ধির প্রসঙ্গ এনে তিনি বলেন, গ্রোথ যে হারে বাড়ছে তাতে বন্দরের সক্ষমতা আরও বৃদ্ধি করতে হবে। নদীর নাব্য রক্ষায় গুরুত্বারোপ করে এমএ লতিফ বলেন, দেশে অনেক নদী রয়েছে। কিন্তু কর্ণফুলী, পায়রা এবং পশুর নদীর গুরুত্ব আলাদা। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ধরে রাখতে আরও নতুন নতুন বন্দর সৃষ্টির ওপর সরকার উদ্যোগী হয়েছে বলে তিনি উল্লেখ করেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল নিজামউদ্দিন আহমদের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার হোসেন আহমদ। বন্দর চেয়ারম্যান জানান, জেটি এলাকায় অবস্থিত কাস্টমস অকশন শেডটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় নতুন অকশন শেড নির্মাণ করা হয়েছে। প্রায় ৫ একর ভূমির ওপর এ শেড নির্মাণে ব্যয় হয়েছে ২২ কোটি টাকা। এতে সময় লেগেছে ১৪ মাস। বন্দর চেয়ারম্যান বলেন, পুরনো অকশন শেডে কাস্টমসের মালামালের গুণগত মান কমে যাচ্ছিল। ফলে নিলামযোগ্য পণ্য বিক্রি করে রাজস্ব অর্জনও ব্যাহত হয়। বিষয়টি বিবেচনায় রেখে কাস্টমসের সঙ্গে স্বাক্ষরিত এমওইউ অনুযায়ী নির্মিত হয়েছে নতুন অকশন শেড। এতে কাস্টমসের কর্মকা-েও গতিশীলতা এবং রাজস্ব আদায় বৃদ্ধি পাবে। চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার বলেন, অনেক আমদানিকারকই নিজস্ব নানা সমস্যার কারণে যথাসময়ে পণ্য ডেলিভারি নিতে পারেন না। এ সব পণ্য পরবর্তী সময়ে নিলামে বিক্রি করা হয়। কিন্তু পণ্যের গুণগত মান ঠিক না থাকলে যথাযথ মূল্য পাওয়া যায় না। এতে সরকারের রাজস্ব ক্ষতি হয়। নতুন অকশন শেডটি রাজস্ব আদায় বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন। নৌমন্ত্রী শাজাহান খান এদিন বন্দর নিউমুরিং কন্টেনার টার্মিনালে তিনটি জাহাজ পরিচালনার দায়িত্ব সামিট গ্রুপের প্রতিষ্ঠান সামিট এলায়েন্স পোর্ট লিমিটেডের কাছে হস্তান্তর করেন। সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তা বুঝে নেন। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রী বলেন, আমদানি রফতানি যেভাবে বাড়ছে তাতে শুধুমাত্র চট্টগ্রাম বন্দর দিয়ে চলবে না। সে কারণেই মংলা বন্দর কার্যকর এবং পায়রা বন্দর প্রতিষ্ঠা করা হচ্ছে। ডীপ সী পোর্ট মহেশখালির সোনাদিয়া থেকে সরিয়ে নেয়া হচ্ছে কিনা এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ডীপ সী পোর্ট সোনাদিয়াতেই হবে। তবে তা সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল বিধায় পায়রা বন্দর প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। সেখানে অর্থ ব্যয় কম হবে এবং বিদেশীরাও এতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। মন্ত্রী এদিন চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে মহেশখালে একটি বাঁধ নির্মাণ উদ্বোধন করেন। বন্দরের অর্থায়নে ওই বাঁধে বসানো হবে ১০টি পাম্প। এগুলোর মাধ্যমে অতিরিক্ত পানি বের করে দেয়া হবে। এছাড়া মহেশখালের মুখে একটি স্লুইচ গেটও নির্মাণ করা হবে বন্দরের অর্থায়নে।
×