ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

প্রকাশিত: ০৬:৩৮, ৩ সেপ্টেম্বর ২০১৫

পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা তিনদিন সূচকের নেতিবাচক প্রবণতার দেশের দুই বাজারেই বুধবার উত্থানে শেষ হয়েছে লেনদেন। তবে সূচকের সঙ্গে তাল মিলিয়ে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়েনি। উল্টো আগের দিনের তুলনায় ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। নতুন তালিকাভুক্ত কোম্পানি আমান ফিডের বিনিয়োগকারীদের আশাহতের দিনে গত কিছুদিন ধরে দর হারাতে থাকা কোম্পানিগুলো চাহিদার শীর্ষে উঠে এসেছে। যদিও দরবৃদ্ধির শীর্ষে ছিল বেশিরভাগই ছোট মূলধনী কোম্পানিগুলো। বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪৮ কোটি ৮২ লাখ টাকার। যা আগের দিনের তুলনায় ৭২ কোটি ৫১ লাখ টাকা বা ১৭ দশমিক ২১ শতাংশ কম। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৪২১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার। সারাদিনে ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩০৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৯৮টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির শেয়ার দর। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৬৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৭৬ পয়েন্টে। ডিএস ৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮২৫ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো : আমান ফিড লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, শাহজিবাজার পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, কেয়া কসমেটিকস, এসিআই এবং ইবনে সিনা। ডিএসইর দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : বিডি ওয়েল্ডিং, ন্যাশনাল হাউজিং এ্যান্ড ফাইনান্স লিমিটেড, জেমিনি সী ফুড, জাহিন স্পিনিং, ইবনে সিনা, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড, ঢাকা ডাইং, আরামিট সিমেন্ট, আইপিডিসি ও এ্যামবি ফার্মা। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : আমান ফিড, এশিয়ান টাইগার মিউচুয়াল ফান্ড, সাউথ ইস্ট ব্যাংক মিউচুয়াল ফান্ড, ন্যাশনাল ব্যাংক মিউচুয়াল ফান্ড, ন্যাশনাল ফিড মিলস লিমিটেড, কে অ্যান্ড কিউ, মুন্নু সিরামিক, এ্যাপেক্স ফুডস ও আনোয়ার গ্যালভানাইজিং। অন্যদিকে ঢাকার মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সব ধরনের সূচক বেড়েছে। তবে সেখানেও লেনদেন বাড়েনি। এই স্টক এক্সচেঞ্জে ২৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৯৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬০টির, কমেছে ৫৯টি এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : আমান ফিড লিমিটেড, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, শাহজিবাজার পাওয়ার, কেয়া কসমেটিকস, ন্যাশনাল ফিড মিলস লিমিটেড, বিএসআরএম লিমিটেড, অলিম্পিক এক্সেসরিজ ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবলম কোম্পানি লিমিটেড।
×