ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাভারে দুর্গা মন্দিরে হামলা, ভাংচুর ॥ আহত ১০

প্রকাশিত: ০৫:৩১, ২ সেপ্টেম্বর ২০১৫

সাভারে দুর্গা মন্দিরে  হামলা, ভাংচুর ॥  আহত ১০

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১ সেপ্টেম্বর ॥ সাভারে জমি দখলকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় বাধা দিতে গিয়ে আহত হয়েছে অন্তত ১০ জন। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সন্ধ্যায় সাভার মডেল থানাধীন রাজফুলবাড়িয়া এলাকার কৃষ্ণনগর গ্রামের দুর্গা মন্দিরে এ হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। জানা গেছে, দুর্গা মন্দিরের পার্শ¦বর্তী প্রায় ৩ বিঘা দেবোত্তর সম্পত্তি মন্দিরের রক্ষণাবেক্ষণে ছিল। এ জমি দখলে নেয়ার উদ্দেশ্যে স্থানীয় ভূমিদস্যু সাবুর ছেলে হক্কার নেতৃত্বে ২৫/৩০ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত সন্ধ্যায় অতর্কিতে হামলা চালায়। সনাতন সম্প্রদায়ের লোকেরা এ সময় বাধা দিতে গিয়ে তাদের সঙ্গে বাদানুবাদের এক পর্যায়ে দুর্বৃত্তরা মন্দিরে হামলা চালিয়ে অন্তত ৬টি প্রতিমা ভাংচুর করে। হামলায় এ সময় অন্তত ১০ জন আহত হয়। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে পুলিশসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
×