ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৬৩টি বিজ্ঞাপনী পেল ৫ম কমওয়ার্ড পুরস্কার

প্রকাশিত: ০৬:১০, ১ সেপ্টেম্বর ২০১৫

৬৩টি বিজ্ঞাপনী পেল ৫ম কমওয়ার্ড পুরস্কার

দেশের সেরা ৬৩টি বিজ্ঞাপনী প্রচার ৫ম কমওয়ার্ড পুরস্কার পেয়েছে। এসব বিজ্ঞাপন প্রচারিত হয় ২০১৪ সালে। বিপণন ও ব্যবসায়ের জগতে সৃজনশীল যোগাযোগ তথা বিজ্ঞাপনী প্রচারে উৎকর্ষ সাধনের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেয়া হয়েছে। রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে দেয়া হয় পুরস্কারটি। ২০ ক্যাটেগরি বা শ্রেণীতে এই পুরস্কার দেয়া হয়। বিজয়ী বিজ্ঞাপনগুলো পায় গ্র্যান্ড প্রিক্স, স্বর্ণ ও রৌপ্য পদক। কয়েক মাস ধরে বিজ্ঞাপনের মনোনয়ন গ্রহণ ও বাছাইয়ের প্রক্রিয়া শেষে সৃজনশীলতায় সেরা দেশের বিজ্ঞাপনগুলোকে পুরস্কৃত করা হয়। দেশের প্রথিতযশা বিপণন ও যোগাযোগ বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত জুরি প্যানেল সর্বাত্মক বিচার-বিবেচনার মাধ্যমে সেরা বিজ্ঞাপনগুলো বাছাই করে। এ বছরে কমওয়ার্ডে পুরস্কারের জন্য ৩৬টি বিজ্ঞাপনী সংস্থা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ক্রিয়েটিভ ডিপার্টমেন্টের পক্ষ থেকে মোট ৩৬৭টি মনোনয়ন জমা পড়ে। -বিজ্ঞপ্তি লোকাল এলসি বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে হবে বৈদেশিক মুদ্রায় খোলা কোন এলসি (ঋণপত্র) মূল্য টাকায় পরিশোধ না করার নির্দেশনা রয়েছে বাংলাদেশ ব্যাংকের। তবে তা লঙ্ঘন করে লোকাল (অভ্যন্তরীণ) এলসির মূল্য টাকায় পরিশোধ করছে অনেক ব্যাংক। এতে ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা ব্যয় না হওয়ায় ব্যাকগুলো তুলনামূলক বেশি লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হন গ্রাহকরা। আর ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার ব্যাংকগুলোকে চিঠি দিয়ে লোকাল এলসি মূল্য বৈদেশিক মুদ্রায় পরিশোধের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের চিঠিতে এ সংক্রান্ত ২০০৮ সালের ২৫ মে জারি করা প্রজ্ঞাপনে নির্দেশনা পরিপালনের কথা বলা হয়েছে। ওই প্রজ্ঞাপনে বলা হয়, বন্ডেড ওয়্যারহাউস পদ্ধতি পরিচালিত উৎপাদনকারী প্রতিষ্ঠানের অনুকূলে প্রাপ্ত রফতানি ঋণপত্রের বিপরীতে বৈদেশিক মুদ্রায় ব্যাক-টু-ব্যাক এলসি স্থাপন করতে হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×