ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বেজিংয়ে সমাপনী উৎসবের আলোয় ডোপিংয়ের কালো ছায়া

প্রকাশিত: ০৫:৫২, ১ সেপ্টেম্বর ২০১৫

বেজিংয়ে সমাপনী উৎসবের আলোয় ডোপিংয়ের কালো ছায়া

স্পোর্টস রিপোর্টার ॥ দারুণ সফল একটি আসর শেষ হয়ে গেল। ৯ দিন ধরে বেজিংয়ের বিখ্যাত বার্ডস নেস্ট স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো বিশ্ব এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপস। এবারের আসরে প্রথমবারের মতো সেরা দল হিসেবে ঘরে ফিরেছে কেনিয়া। বর্ণাঢ্য এক সমাপনী উৎসব দিয়ে এবারের মতো গুটিয়ে গেল বিশ্ব এ্যাথলেটিক্স আসর। ঝলমলে আলোকমালা যতই মানুষের নির্মল আনন্দের উপদান হোক, তবু এ্যাথলেটিক্স জগতে সম্প্রতি যে ড্রাগ বিতর্ক বার বার হানা দিচ্ছে সেটার কালো ছায়া ঠিকই গ্রাস করল। এবার আসর শুরুর আগেই বিশ্ব এ্যাথলেটিক্সের নিয়ন্ত্রক সংস্থার (আইএএএফ) নতুন কর্ণধার হয়েছেন সেবাস্তিয়ান কো। এবারের আসরেও কেনিয়ার দুই এ্যাথলেট ডোপ টেস্টে ব্যর্থ হয়ে সাময়িক নিষেধাজ্ঞা পেয়েছেন। এর অর্থ আইএএএফ যতই কঠোর হওয়ার কথা বলুক কোনভাবেই বিশ্বনন্দিত সব এ্যাথলেটদের ডোপ কলঙ্ক নির্মূল করতে পারছে না। অলিম্পিক বর্ষে পদার্পণ করেছে বিশ্ব। তাই কালো ছায়া হয়ে সমাপনী উৎসবকেও যেন ম্লান করে দিল ডোপ কলঙ্কের কালো ছায়া। সর্বকালের সবচেয়ে গতিধর মানব জ্যামাইকার উসাইন বোল্ট এবারও নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন। সব আকর্ষণের কেন্দ্রে থাকা এ স্প্রিন্টার বিশ্ববাসীকে নির্মল আনন্দের খোরকা জুগিয়েছেন নিজেকে পুনরায় সেরা হিসেবে প্রমাণ করে। কিন্তু বিশ্বজুড়ে বিখ্যাত এ্যাথলেটদের সঙ্গে জড়িয়ে যাওয়া ডোপ কলঙ্ক নিয়ে এখন যে সন্দেহ তৈরি হয়েছে সেটা থেকে কি মুক্তি মিলেছে এবারের আসরেও? কেনিয়ার দুই এ্যাথলেট সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন ডোপ টেস্টে ব্যর্থ হওয়ার কারণে। পুরো এ্যাথলেটিক্স বিশ্ব যখন একের পর এক নিষিদ্ধ ওষুধ সেবনের ঘটনায় তোলপাড় তখনই আবার একই ঘটনা আঘাত হানলো। বরাবরের মতোই এবার ভোটাভুটির আগে বিশ্বের এ্যাথলেটিক্সকে ড্রাগের ছোবল থেকে মুক্ত করার দৃঢ় প্রতিজ্ঞার কথাও জানিয়েছিলেন সেবাস্তিয়ান। কিছুদিন আগেও তুরস্ককের অলিম্পিক বিজয়ী এক তারকার পদক বাতিলসহ ৮ বছরের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। কিন্তু এরপরও সেই ধাক্কা আঘাত হানলো চীনের বেজিংয়ে চলমান বিশ্ব এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপস আসরে। মেয়েদের ৪০০ মিটার হার্ডেলসে জয়েস জাকারি এবং পুরুষদের ৪০০ মিটার হার্ডেলসের কোকি মানুগা তাদের দেয়া রক্তের নমুনায় নিষিদ্ধ ড্রাগের উপস্থিতি পাওয়ার পর ছিটকে যান প্রতিযোগিতা থেকে। খুব স্বল্প ভোটে সের্গেই বুবকাকে হারিয়ে আইএএএফ প্রেসিডেন্ট হয়েছেন সেবাস্তিয়ান। দীর্ঘদিনের প্রেসিডেন্ট ৮২ বছর বয়সী ল্যামিন ডায়াক বিদায় নিয়েছেন। তিনি এ্যাথলেটিক্স থেকে ড্রাগ সেবনের আঘাত সামালের প্রচেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছেন। এবার সেবাস্তিয়ানের সামনে একই চ্যালেঞ্জ।
×