ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র

উচ্চ মাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৫:১৮, ৩১ আগস্ট ২০১৫

উচ্চ মাধ্যমিক শ্রেণির পড়াশোনা

এইচ.এস.সি ১. ব্যবসায় সফলতা অর্জনে বিনিয়োগ পরিবেশের উদ্দেশ্য হলোÑ র. শিক্ষা ব্যবস্থার উন্নয়ন রর. কর্মসংস্থান সৃষ্টি ররর. গবেষণা ও আবিষ্কার করা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২. স্বাধীনচেতা ব্যক্তির নিকট কোন ব্যবসায় সর্বকালের আশীর্বাদস্বরূপ? ক) কোম্পানি ব্যবসায় খ) একমালিকানা ব্যবসায় গ) অংশীদারি ব্যবসায় ঘ) সমবায় ব্যবসায় ৩. মধুমতি ট্রান্সপোর্ট ব্যবসায় কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে? ক) সময়গত খ) স্থানগত গ) অর্থগত ঘ) ঝুঁকিগত ৪. পদ্মাপাড়ের জেলেরা মহাজনের জ্বালায় অতিষ্ঠ। তারা নিচের কোন ধরনের সমবায় গঠন করলে অধিক উপকৃত হবে? ক) ক্রয় সমবায় সমিতি খ) বিক্রয় সমবায় সমিতি গ) ঋণদান সমবায় সমিতি ঘ) উৎপাদক সমবায় সমিতি ৫. সাহেব আলী একজন ব্যবসায়ী। তার ব্যবসায়িক জ্ঞানবোধ এবং আচরণ সকলের জন্য অনুকরণীয়। তার এ মূল্যবান এবং অনুকরণীয় জ্ঞানবোধ ও আচরণকে কী বলে? ক) নৈতিকতা খ) সততা গ) মূল্যবোধ ঘ) ব্যবসায়িক মূল্যবোধ ৬. ক্রেডিট কার্ডের মাধ্যমে বিক্রেতা সরাসরি কার নিকট হতে অর্থ সংগ্রহ করতে ব্যর্থ হয়? ক) ক্রেতার খ) ব্যাংকারের গ) কার্ড হোল্ডারের ঘ) সংশ্লিষ্ট ব্যাংকের ৭. যে সহায়তা কোন ব্যক্তিকে শিল্প প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করে, তাকে কোন ধরনের সহায়তা বলে? ক) সংরক্ষণমূলক খ) উদ্দীপনামূলক গ) সমর্থনমূলক ঘ) আর্থিক ৮. দেশ তথা সমগ্র জাতি ক্ষতিগ্রস্ত হয় কীভাবে? ক) ব্যবসায়ীদের অদক্ষতায় খ) ব্যবসায়ীর নৈতিকতা বিবর্জিত হলে গ) বিদেশি বাণিজ্যের আগ্রাসন হলে ঘ) ব্যবসায়িক চিন্তাধারার ভিন্নতা ৯. অঝঅ কত সালে প্রতিষ্ঠিত হয়? ক) ১৯৭৮ সালে খ) ১৯৭৯ সালে গ) ১৯৮১ সালে ঘ) ১৯৮৩ সালে ১০. ইএগঊঅ কোন ধরনের সেবা প্রদান করে? ক) তথ্য খ) আর্থিক গ) আইনগত ঘ) অবকাঠামোগত ১১. বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্যসংখ্যা কত? ক) ১৬টি দেশ খ) ১৮টি দেশ গ) ২২টি দেশ ঘ) ২৭টি দেশ ১২. শেয়ার থেকে প্রাপ্ত আয়কে কী বলে? ক) লভ্যাংশ খ) সুদ গ) মুনাফা ঘ) আয় ১৩. নিচের কোনটির ভিত্তিতে প্রাতিষ্ঠানিক মূল্য গড়ে ওঠে? র. মাতৃসদন রর. চিকিৎসালয় ররর. ত্রাণ ও পুনর্বাসন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৪. ভোক্তা সমবায় সমিতির ক্ষেত্রে প্রযোজ্য হলো- র. একত্রে ক্রয় ও বিক্রয় রর. সঞ্চয় ও ঋণ সুবিধা লাভ ররর. সরকারি ত্রাণ সহায়তা প্রাপ্তি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৫. মিন্টু একজন চিত্র শিল্পী। সুন্দর সুন্দর ছবি ও দৃশ্য একে প্রচুর খ্যাতি পেয়েছেন। তিনি কোন শ্রেণীর ব্যবসায়ী? ক) স্বল্প মূলধনী খ) ভ্রাম্যমাণ গ) চাহিদাজনক ঘ) ব্যক্তিক নৈপুণ্য ১৬. বার্ড চাষীদের সংগঠিত করেÑ র. ঋণ দেয় রর. নিবিড় প্রশিক্ষণ দেয় ররর. প্রযুক্তিগত সহায়তা করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৭. কোন ধরনের ব্যাংক ইন্টারনেট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অনলাইন ব্যাংকিং সুবিধা চালু করেছে? ক) কেন্দ্রীয় ব্যাংক খ) বাণিজ্যিক ব্যাংক গ) গ্রামীণ ব্যাংক ঘ) বিদেশি মালিকানাধীন ব্যাংক ১৮. স্মার্ট কার্ড (ঝসধৎঃ ঈধৎফ) মূলতÑ র. ক্রেডিট কার্ড রর. ডেবিট কার্ড ররর. ম্যাগনেটিক কার্ড নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৯. অগ্নিজনিত কারণে সম্পত্তির ক্ষতিপূরণ করে কোন বীমা? ক) সম্পত্তি বিমা খ) অগ্নি বিমা গ) নৌ বিমা ঘ) যানবাহন বিমা ২০. বাংলাদেশের সমবায় আন্দোলনের পথিকৃত কে? ক) শফিক রহমান খ) আকতার হামিদ গ) ফখরুদ্দিন আহমেদ ঘ) রেহমান সোবহান ২১. সাধারণ অংশীদারের বৈশিষ্ট্য হলো - র. মূলধন বিনিয়োগ করে রর. ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে ররর. শুধুমাত্র নিজস্ব শ্রম ও দক্ষতা সক্রিয়ভাবে নিয়োজিত রাখে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২২. সম্পত্তির বিমা করা হয় কোন বিমায়? ক) জীবন বীমা খ) সাধারণ বীমা গ) শস্য বীমা ঘ) দুর্ঘটনা বীমা ২৩. ব্র্যাক কত সালে প্রতিষ্ঠিত হয়? ক) ১৯৭০ সালে খ) ১৯৭১ সালে গ) ১৯৭২ সালে ঘ) ১৯৭৫ সালে ২৪. একমালিকানা ব্যবসায় কে ঝুঁকি গ্রহণ করে? ক) মালিক খ) কর্মচারী গ) আত্মীয় স্বজন ঘ) বন্ধু বান্ধব ২৫. নৈতিক চরিত্র গঠনে নিচের কোন প্রতিষ্ঠানটির ভূমিকা বেশি? ক) একমালিকানা সংগঠন খ) অংশীদারি সংগঠন গ) সমবায় সংগঠন ঘ) কোম্পানি সংগঠন ২৬. আইএসও কোন ধরনের মানদ-ের ক্ষেত্রে ভূমিকা রাখে? ক) আঞ্চলিক খ) মহাদেশীয় গ) দেশীয় ঘ) আন্তর্জাতিক ২৭. পেটেন্ট উদ্ভাবনকারীকে কোন ধরনের ক্ষতি হতে রক্ষা করে? ক) ব্যবসায়িক খ) আর্থিক গ) বাণিজ্যিক ঘ) কারিগরি ২৮. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে উৎপাদকরা কাদের সাথে যোগাযোগ স্থাপন করেন? ক) ক্রেতা বা ভোক্তার সাথে খ) বিক্রেতার সাথে গ) পণ্য সরবরাহকারীদের সাথে ঘ) অর্থ বিনিয়োগকারীদের সাথে ২৯. উদ্যোক্তার গুণাবলি হলো - র. আত্মবিশ্বাস, স্বাধীনতা, অধ্যবসায় রর. সাহসী, অধ্যবসায়ী, সৃজনশীল ররর. বয়স, শিক্ষা, অধিকতর বিক্রয় করা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৩০. মোবাইল ব্যাংকিং-এর মূলমন্ত্র বা সেøাগান কী? ক) ‘বিশ্বজুড়ে ব্যাংক’ খ) ‘হাতের মুঠোয় ব্যাংক’ গ) ‘ব্যাংক এখন হাতের মুঠোয়’ ঘ) ‘ব্যাংকিং সেবা ঘরে ঘরে’ ৩১. বুদ্ধিবৃত্তিক সম্পদকে বিবেচনা করা হয় - র. মালিকের ব্যক্তিগত সম্পত্তি হিসেবে রর. ব্যবসায়ের মূল্যবান সম্পত্তি হিসেবে ররর. ব্যবসায় উদ্যোগের গবেষণার ফল হিসেবে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩২. ঢাকায় বসবাসরত মি. কবির অনলাইনে ধলশবৎফবধষ.পড়স থেকে ২০,০০০ টাকায় একটি ঘড়ি ক্রয় করেন। এক্ষেত্রে ই-কমার্সের কোন পদ্ধতির প্রতিফলন হয়েছে? ক) ই২ই খ) ই২ঈ গ) ঈ২ই ঘ) ঈ২এ ৩৩. ব্যবসায়ে সামাজিক দায়িত্ব পালন করতে হয় কেন? ক) মুনাফা অর্জনের জন্য খ) মুনাফা বৃদ্ধির জন্য গ) সচেতনতা বৃদ্ধির জন্য ঘ) পণ্য বিক্রির জন্য ৩৪. নিচের কোন সেবাটি বাংলাদেশ ডাক বিভাগের মূল সার্ভিসের অন্তর্ভুক্ত? ক) মানি অর্ডার খ) ডাক জীবন বীমা গ) প্রাইজবন্ড বিক্রয় ঘ) সঞ্চয় ব্যাংক ৩৫. উদ্যোক্তার মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য কোনটি? র. সাফল্যলাভের তীব্র আকাক্সক্ষা রর. পেশাগত অভিজ্ঞতা ররর. সৃজনশীলতা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৬. যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ প্রদান করে - র. শিক্ষিত যুবকদের রর. স্বল্প শিক্ষিত যুবকদের ররর. শিল্পপতিদের নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৭. এক মালিকানা ট্রেড লাইসেন্স কোথায় পাওয়া যায়? ক) জেলা পরিষদ খ) উপজেলা পরিষদ গ) পৌরসভা ঘ) ইউনিয়ন পরিষদ ৩৮. কোন কোম্পানি নিবন্ধন পত্র পাওয়ার পরই ব্যবসায় শুরু করতে পারে? ক) যৌথমূলধনী খ) অংশীদারি গ) প্রাইভেট লিমিটেড কোম্পানি ঘ) পাবলিক লিমিটেড কোম্পানি ৩৯. উদ্যোক্তাদের ব্যবসায় স্থাপনের পূর্বে কোন বিষয় সম্পর্কে ধারণা থাকতে হয়? ক) পরিবেশ খ) প্রযুক্তি গ) অর্থনীতি ঘ) রাজনীতি ৪০. একজন উদ্যোক্তার নিকট ‘সরলতা’ কী ধরনের বৈশিষ্ট্য? ক) সাধারণ বা ব্যক্তিগত খ) অর্থনৈতিক গ) সামাজিক ঘ) মনস্তাত্ত্বিক ৪১. পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রেÑ ক) সর্বোচ্চ সদস্যসংখ্যা ৫০ জন খ) দায় সীমিত গ) মালিকানা হস্তান্তর করা যায় না ঘ) সীমাবদ্ধ স্থায়িত্ব ৪২. কমলা সেন কুমিল্লা থেকে রসমালাই ঢাকায় এনে বিক্রির ব্যবস্থা করে। এটি কোন ধরনের বাণিজ্য? ক) বহির্বাণিজ্য খ) অভ্যন্তরীণ বাণিজ্য গ) বৈদেশিক বাণিজ্য ঘ) অভ্যন্তরীণ পরিবহন বাণিজ্য ৪৩. প্যাকিং কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে? ক) পণ্যদ্রব্যের পচন রোধ করে খ) সময়গত গ) বীমা ঘ) পরিবহন ৪৪. সমবায় সমিতি একটিÑ র. আইনসৃষ্ট কৃত্রিম স্বত্বাবিশিষ্ট প্রতিষ্ঠান রর. স্বাধীন স্বত্বাবিশিষ্ট সংগঠন ররর. সমশ্রেণি ও পেশার লোকদের সংগঠন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪৫. একজন সফল উদ্যোক্তা গতিশীল নেতৃত্ব দানের অধিকারী হয়ে থাকেনÑ র. উদ্যোক্তা পূর্বেই ঝুঁকির সম্ভাব্য কারণ ও মাত্রা অনুমান করে রর. ঝুঁকিকে মোকাবিলা করার জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করে ররর. বিচার-বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪৬. ক্ষেত খামারের উৎপাদিত শাকসবজিতে রাসায়নিকের ব্যবহারের ফলেÑ র. উৎপাদন ব্যবস্থায় আধুনিকায়ন ঘটছে রর. প্রাণিবৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে ররর. পরিবেশ বিপন্ন হচ্ছে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪৭. অংশীদারি চুক্তি লিখিত হওয়ার কারণ- র. চুক্তির সকল তথ্য সংরক্ষিত রাখার জন্য রর. ভুল বোঝাবুঝির অবসানের জন্য ররর. মামলা-মোকদ্দমা এড়ানোর জন্য নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৮. ‘বদান্যতা’ উদ্যোক্তার কী ধরনের বৈশিষ্ট্য? ক) সাধারণ খ) মনস্তাত্ত্বিক গ) সামাজিক ঘ) অর্থনৈতিক * উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: আবির ও আরিফ যৌথভাবে সমমূলধন নিয়ে সীমাহীন দায়ের ভিত্তিতে একটি ব্যবসায় গঠন করেন। তারা দুজনেই ব্যবসায় পরিচালনা করেন। কিন্তু অর্থসংস্থানজনিত সমস্যা, স্বল্প স্থায়িত্ব, দায়-দায়িত্ব বহন ইত্যাদি দূরীভূত করার জন্য তারা ব্যবসায়কে সসীম দায়ের ব্যবসায়ে পরিণত করেন। ফলে তারা ব্যবসায়ে সফল হয়েছেন। ৪৯. ব্যবসায় সফলতা অর্জনে বিনিয়োগ পরিবেশের উদ্দেশ্য হলোÑ র. শিক্ষা ব্যবস্থার উন্নয়ন রর. কর্মসংস্থান সৃষ্টি ররর. গবেষণা ও আবিষ্কার করা নিচের কোনটি সঠিক? ক) অংশীদারি খ) পাবলিক লি. গ) প্রাইভেট লি. ঘ) সমবায় ৫০. স্বাধীনচেতা ব্যক্তির নিকট কোন ব্যবসায় সর্বকালের আশীর্বাদস্বরূপ? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : ১. (খ) ২. (খ) ৩. (খ) ৪. (ঘ) ৫. (ঘ) ৬. (গ) ৭. (খ) ৮. (খ) ৯. (ক) ১০. (গ) ১১. (ঘ) ১২. (ক) ১৩. (ঘ) ১৪. (খ) ১৫. (খ) ১৬. (গ) ১৭. (খ) ১৮. (ক) ১৯. (খ) ২০. (খ) ২১. (ক) ২২. (খ) ২৩. (গ) ২৪. (ক) ২৫. (গ) ২৬. (ঘ) ২৭. (খ) ২৮. (গ) ২৯. (খ) ৩০. (খ) ৩১. (খ) ৩২. (খ) ৩৩. (খ) ৩৪. (খ) ৩৫. (গ) ৩৬. (ক) ৩৭. (গ) ৩৮. (গ) ৩৯. (ক) ৪০. (ক) ৪১. (খ) ৪২. (খ) ৪৩. (ক) ৪৪. (ঘ) ৪৫. (খ) ৪৬. (খ) ৪৭. (ঘ) ৪৮. (খ) ৪৯. (খ) ৫০. (খ)
×