ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বান্দরবান আ’লীগের সাধারণ সম্পাদক বহিষ্কার

প্রকাশিত: ০৫:৫৪, ২৫ জুলাই ২০১৫

বান্দরবান আ’লীগের সাধারণ সম্পাদক বহিষ্কার

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ২৪ জুলাই ॥ বান্দরবান পার্বত্য জেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগের ২১ নেতাকর্মীকে বহিষ্কারের রেশ কাটতে না কাটতেই এবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মুজিবর রহমানকে বহিষ্কার করা হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে এক সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মুজিবর রহমানকে বহিষ্কার করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রহিম চৌধুরী, এ কে এম জাহাঙ্গীর, পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষ্মী পদ দাশ, ক্য সা প্রু মার্মা, মো. ইসহাক, অজিত দাশসহ অঙ্গ সংগঠনের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। আরও জানা গেছে, গত ৬ জুন বান্দরবান জেলা ছাত্রলীগের সম্মেলনে হামলার ঘটনার তদন্ত কমিটির সুপারিশক্রমে তদন্ত্র কমিটির প্রধান সুধাংশু বিমল চক্রবর্তীর সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মুজিবর রহমানকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় জেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটির ৬১ সদস্য উপস্থিত ছিলেন। বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মুজিবর রহমান বলেন, আমাকে বহিষ্কার করার ক্ষমতা দলের শেখ হাসিনা রাখেন, অন্য কেউ রাখেন না।
×