ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লঙ্কান টি২০ দলে পাঁচ নতুন মুখ

প্রকাশিত: ০৭:০১, ২৪ জুলাই ২০১৫

লঙ্কান টি২০ দলে পাঁচ নতুন মুখ

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। পাঁচ নতুন ক্রিকেটারকে নিয়ে তারুণ্যনির্ভর দল গড়েছে লঙ্কানরা। পেসার বিনুরা ফার্নান্ডো, লেগস্পিনার জেফরি ভ্যান্ডারসে এবং তিন ব্যাটসম্যান শেহান জয়সুরিয়া, ডুসান শানাকা ও ধনঞ্জয় ডি সিলভাসহ পাঁচ নতুন ক্রিকেটার জায়গা পেয়েছেন দলে। বিশ্বকাপজয়ী লাসিথ মালিঙ্গার নেতৃত্বাধীন দল থেকে বাদ পড়েছেন দিনেশ চান্ডিমাল ও লাহিরু থিরিমান্নে। দলে ফিরেছেন চলমান ওয়ানডে সিরিজে না থাকা সর্বশেষ ২০১২ সালে শেষ আন্তর্জাতিক টি২০ খেলা পেসার নুয়ান কুলাসেকারা। দল নিয়ে প্রধান নির্বাচক কাপিলা বিজেগুনাবর্ধনে বলেন, আমাদের একটি তারুণ্য নির্ভর দল থাকা দরকার। যেন আগামী টি২০ বিশ্বকাপ ও ৫০ ওভারের বিশ্বকাপের আগে একটি ক্রমবর্ধমান পরিবর্তনশীল সময় আমরা কাটিয়ে উঠতে পারি। তাদের মাঠে নামিয়ে পরীক্ষা করে দেখা দরকার। আগামী ৩০ জুলাই ও ১ আগস্ট দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। শ্রীলঙ্কা দল ॥ লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), তিলকারতেœ দিলশান, কুশল পেরেরা, কিথুরুয়ান ভিথানাগে, ধনঞ্জয় ডি সিলভা, এ্যাঞ্জেলো ম্যাথুস, ডুসান শানাকা, চামারা কাপুগেদারা, শেহান জয়সুরিয়া, থিসারা পেরেরা, জেফরি ভ্যান্ডারসে, নুয়ান কুলাসেকারা, বিনুরা ফার্নান্ডো, চাতুরাঙ্গা ডি সিলভা ও মালিন্ডা সিরিবর্ডনে।
×