ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আবারও এক নম্বরে মারুতি

প্রকাশিত: ০৪:১৬, ২৪ জুলাই ২০১৫

আবারও এক নম্বরে মারুতি

দীর্ঘ ৩২ বছর পরও জনপ্রিয়তায় বিন্দুমাত্র চিড় ধরেনি ভারতের মারুতি গাড়ির। মার্কেট ভ্যালুতে জাপানের অভিভাবক সংস্থা সুজুকিকে পেছনে ফেলে আবারও এক নম্বরে উঠে এসেছে কোম্পানিটি। ইন্ডিয়াটাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ভারতের মধ্যবিত্তদের কথা মাথায় রেখেই গাড়ির বাজারে আবির্ভাব হয়েছিল মারুতি গাড়ি। ১৯৮৩ সালে আত্মপ্রকাশ করে খুব কম সময়ের মধ্যেই মধ্যবিত্ত ভারতীয় কাছে চূড়ান্ত জনপ্রিয়তা পেয়েছিল এই গাড়িটি। সাফল্যের যে শীর্ষে পৌঁছাতে পেরেছে মারুতি সুজুকি সংস্থা, সেই সাফল্যের স্বাদ বিদেশী কোম্পানির সঙ্গে গাঁটছড়া বাঁধা খুব বেশি ভারতীয় সংস্থা আজ পর্যন্ত পায়নি। ভারতের এক নম্বর গাড়ি প্রস্তুতকারক সংস্থা মার্কেট ভ্যালুতে পিছনে ফেলে দিয়েছে সুজুকি সংস্থাকে। শেষ আর্থিক বছরে ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছিল মারুতির স্টক। মারুতির মার্কেট ক্যাপিটালাইজেশন গিয়ে দাঁড়ায় ১.২৬ লাখ কোটি টাকা। -অর্থনৈতিক রিপোর্টার নাভানা সিএনজির সভার তারিখ ঘোষণা পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি নাভানা সিএনজি লিমিটেড। ঘোষণা অনুযায়ী মঙ্গলবার অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, নাভানা সিএনজির বোর্ডসভা ২৮ জুলাই, মঙ্গলবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ ২০১৫ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। উল্লেখ্য, ৩১ মার্চ ২০১৪ সমাপ্ত অর্থবছরে নাভানা সিএনজি বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। সে সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৩.৪৬ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছিল ২৮.১৪ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার
×