ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আবারও সরগরম ফুটবলবিশ্ব

প্রকাশিত: ০৪:৩৬, ২২ জুলাই ২০১৫

আবারও সরগরম ফুটবলবিশ্ব

স্পোর্টস রিপোর্টার ॥ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) সভাপতি নির্বাচন নিয়ে ফের উত্তাল হয়ে উঠেছে ফুটবলবিশ্ব। সোমবার নির্বাচনের নতুন সূচী ঘোষণা করেছে ফিফা। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ফিফার বিশেষ কংগ্রেস অনুষ্ঠিত হবে। ওই বিশেষ কংগ্রেসেই সেপ ব্লাটারের উত্তরসূরি নির্বাচন করা হবে বলে জুরিখ থেকে এক বিবৃতিতে জানিয়েছে ফিফা। মে মাসে টানা পঞ্চমবারের মতো ফিফার সভাপতি নির্বাচিত হন ব্লাটার। কিন্তু পুনর্নির্বাচিত হওয়ার চারদিনের মাথায় গত ২ জুনে চাপের মুখে পদত্যাগ করেন তিনি। মূলত দুর্নীতি ও অনিয়মের অভিযোগের কারণেই সরে দাঁড়াতে বাধ্য হন ব্লাটার। এরপর থেকেই আলোচনায় ছিল ফিফার পরবর্তী নির্বাচন নিয়ে। ব্লাটারের পদত্যাগ নিয়ে ইতোমধ্যে চাউর হয়েছে অনেক ধরনের কথা। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে ফিফা। এই নির্বাচনকে আখ্যায়িত করা হচ্ছে স্পেশাল হিসেবে। ২৯ মে ফিফার নির্বাচনের দুইদিন আগেই দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফিফার শীর্ষ নয় কর্মকর্তাকে আটক করে সুইস পুলিশ। এরপর বিতর্কিত নির্বাচনে একমাত্র প্রতিদ্বন্দ্বী জর্দানের যুবরাজ আলি বিন আল-হুসেইন সরে দাঁড়ালে পুনর্নির্বাচিত হন ব্লাটার। কিন্তু বিজয়ী হলেও অব্যাহত সমালোচনার মুখে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। বিশেষ নির্বাচনের তারিখ ঘোষণার দিনেই ব্লাটার নিশ্চিত করেছেন, তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না। এ কারণে বিশ্ব ফুটবলের নতুন বস হিসেবে উয়েফা সভাপতি মিশেল প্লাতিনির সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে। ধারণা করা হচ্ছে, এবারের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফিফা প্রধান হতে পারেন ফরাসী কিংবদন্তি। নির্বাচনের নতুন তারিখ ঘোষণা, ব্লাটারের প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত, প্লাতিনির নির্বাচন করার সম্ভাবনা সব মিলিয়ে ফের চাঙ্গা হয়েছে বিশ্ব ফুটবল। দুর্নীতির অভিযোগে ব্লাটারের দিকে নকল টাকা ছুড়ে মেরেছেন এক প্রতিবাদকারী। সোমবার জুরিখে ফিফার প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন শুরুর আগে ব্লাটারের দিকে আচমকাই নকল টাকা ছুড়ে মারেন এক ব্রিটিশ কমেডিয়ান। লি নেলসন নামে পরিচিত এই প্রতিবাদকারীর আসল নাম সাইমন ব্রডকিন। উত্তর কোরিয়ার পতাকা বুকে নিয়ে আসা নেলসন ব্লাটারের মুখে টাকা ছুড়ে মারার আগে চিৎকার করে বলেন, ‘এটা উত্তর কোরিয়া ২০২৬-এর জন্য।’ ২০১৮ সালে রাশিয়া ও ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবলের পরবর্তী দুই আসর। ২০২৬ সালের বিশ্বকাপের আয়োজক এখনও চূড়ান্ত হয়নি। মূলত টাকার বিনিময়ে উত্তর কোরিয়াকে আয়োজক করার প্রস্তাব দিয়ে ওই প্রতিবাদকারী ফিফার আয়োজক নির্বাচনে দুর্নীতির অভিযোগটাকেই তুলে ধরেন। প্রতিবাদকারী এর মধ্য দিয়ে বুঝিয়েছেনÑ ১৯৯৮, ২০০২, ২০১০, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের স্বাগতিক নির্বাচনে দুর্নীতির বিষয়টি। যে কারণে প্রতিবাদ করতে এসে তিনি ২০২৬ সালের বিশ্বকাপ উত্তর কোরিয়াকে টাকার বিনিময়ে দিতে ব্লাটারকে উদ্বুদ্ধ করেন। আকস্মিক এই ঘটনায় হতভম্ব হয়ে পড়েন ব্লাটার। অবশ্য বিষয়টি সামলে উঠে নিরাপত্তাকর্মীকে ডাকেন ব্লাটার। সুইস পুলিশ নেলসনকে সরিয়ে নিয়ে যায়। আর ব্লাটারও সংবাদ সম্মেলন কক্ষ থেকে চলে যান। মে মাসের শেষের দিকে পঞ্চম মেয়াদে ফিফার সভাপতি নির্বাচিত হন ব্লাটার। কিন্তু জয়ী হওয়ার চারদিন পরই ফিফার দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যে পদত্যাগের ঘোষণা দেন ১৭ বছর ধরে সংস্থাটির সভাপতির পদে থাকা সুইস এই ফুটবল কর্তা।
×