ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাপানের সামরিক ভূমিকা বাড়াতে আবে পার্লামেন্টে বিল আনছেন

প্রকাশিত: ০৬:৩৩, ১৬ জুলাই ২০১৫

জাপানের সামরিক ভূমিকা বাড়াতে আবে পার্লামেন্টে বিল আনছেন

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে তার দীর্ঘদিনের লালিত যে বিলটি পাসের উদ্যোগ নিয়েছেন তা পার্লামেন্টারি কমিটি অনুমোদন করেছে। এ বিলটি আইনে পরিণত হলে জাপানের সামরিক বাহিনীর ভূমিকা সম্প্রসারণ করবে। বিরোধী দলীয় পার্লামেন্ট সদস্য ও নাগরিকদের বিরোধিতার মুখে বিলটি ভোটে দিয়েছেন আবের ক্ষমতাসীন ব্লক। বিরোধী দলের সদস্যরা কমিটি ভোট বন্ধের চেষ্টা করেছেন এবং পার্লামেন্টের বাইরে কয়েক শ’ নাগরিক বিলটির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছেন। আবের লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) প্রভাবিত প্রতিনিধি পরিষদ কমিটিতে বিরোধী দলগুলোর সদস্যরা বিলটির প্রতিবাদে ব্যানার নিয়ে চেয়ারম্যানকে ঘিরে ধরেন। বিলটি পাস করা হলে দেশের সেনাবাহিনীর প্রভাব বৃদ্ধি পাবে। কিন্তু ক্ষমতাসীন জোটের সদস্যরা বিলটি অনুমোদন করেছেন এবং বৃহস্পতিবার পার্লামেন্টের নিম্নকক্ষে বিলটি ভোটে দেয়ার সিদ্ধান্ত রয়েছে। আইনে পরিণত হওয়ার আগে উচ্চকক্ষে বিলটির ওপর আলোচনা হবে। প্রস্তাবিত আইনটি আবের এক লালিত প্রকল্প, যদিও জন অসন্তোষ রয়েছে এর বিরুদ্ধে। অনেক জাপানিই বলছে, এ আইনটি দেশের ৭০ বছরের শান্তিবাদের প্রতি অবমাননাকর। জাপানের প্রধানমন্ত্রী বুধবার বলেছেন, জাপানের জনগণ দুর্ভাগ্যজনকভাবে বিলটির তাৎপর্য অনুধাবন করতে পারছেন না। বিলটির পক্ষে আবের যুক্তি হচ্ছে, জাপানকে চীনের আঞ্চলিক হুমকি মোকাবেলার জন্য আরও সুষ্ঠুভাবে প্রস্তুত থাকতে হবে এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা উদ্যোগে আরও অবদান রাখতে হবে। -ওয়েবসাইট
×