ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নীলফামারীর ছিটবাসী এবারই প্রথম ভিজিএফের চাল পেল

প্রকাশিত: ০৬:২০, ১৬ জুলাই ২০১৫

নীলফামারীর ছিটবাসী এবারই প্রথম ভিজিএফের চাল পেল

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ভারত বাংলাদেশ স্থলসীমান্ত চুক্তির দলিল পাস হওয়ার পর এবারই প্রথম ঈদ উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলার অভ্যন্তরে থাকা ভারতীয় চারটি ছিটমহলের বসবাসকৃত পরিবারগুলোর মাঝে সরকারের দেয়া ভিজিএফের চাল বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বুধবার ওই চার ছিটমহলের ১১৯ পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়। সংশ্লিষ্ট সূত্র মতে ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের সীমানায় থাকা ২৮ নম্বর বড়খানকী ছিটমহলের ২১ পরিবার, গয়াবাড়ি ইউনিয়নের সীমানায় থাকা ২৯ নম্বর বড়খানকী গীতালদহ ছিটমহলের ৪৫ পরিবার ও ৩০ নম্বর বড়খানকী গীতালদহে ৮ পরিবার এবং টেপাখড়িবাড়ি ইউনিয়নের সীমানায় থাকা ৩১ নম্বর নগর জিগাবাড়ি ছিটমহলের ৪৫ পরিবারসহ ১১৯ পরিবার রয়েছে। এসব পরিবারের ২০১১ সালের জনগণনা অনুযায়ী সদস্য সংখ্যা ৫৩২ জন। ৩১ নম্বর নগর জিগাবাড়ি ছিটমহলের বাসিন্দা মৃত অতুল চন্দ্র রায়ের পুত্র রঞ্জিত কুমার রায়, মৃত লুৎফর রহমানের পুত্র জিয়ারুল হক, মৃত কামাল উদ্দিনের পুত্র আবুল কামাল, মৃত আহম্মেদ আলীর পুত্র হযরত আলী জানায় তারা বাংলাদেশ সরকারের দেয়া ছিটমহলের পরিবার প্রতি ১০ কেজি করে চাল বিনামুল্যে ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে বুঝে পেয়েছেন। একই কথা জানালেন অন্যান্য ছিটমহলের বাসিন্দারাও। তারা বাংলাদেশ সরকারের এই চাল পেয়ে আনন্দ প্রকাশ করেন। ছিটমহলের জনগণনা ॥ এদিকে বুধবার ছিটমহলের জনগণনা অনুষ্ঠিত হয়নি। পবিত্র লাইলাতুল কদর উপলক্ষ্যে বাংলাদেশ সরকারের ছুটি ঘোষণার কারণে জনগণনা বন্ধ রাখা হয়। তবে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে জনগণনায় নীলফামারীর ছিটমহলে আর মাত্র ৩ পরিবারের নিবন্ধন বাকী রয়েছে। যা জনগণনার শেষ দিন বৃহস্পতিবার (১৬ জুলাই) সম্পন্ন করা হবে।
×