ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যশোরে বরফ কারখানায় বিস্ফোরণ, নিহত ১

প্রকাশিত: ০৫:৪৩, ১৫ জুলাই ২০১৫

যশোরে বরফ কারখানায়  বিস্ফোরণ, নিহত ১

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে বরফ কারখানায় অ্যামোনিয়া গ্যাসের পাইপ বিস্ফোরণে দুইজন হতাহত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের খালধার রোডের আক্কাস আলী বরফ কারখানায় এ ঘটনা ঘটে। নিহত আক্তার হোসেন (৪০) ওই কারখানা মেশিন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের বিল্লাল শিকদারের ছেলে। আক্তার হোসেনকে উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন যশোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইব্রাহিম হোসেন। যশোর ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স অফিসের সহকারী পরিচালক পরিমল কু-ু জানান, সকালে বরফ কারখানায় অ্যামোনিয়া গ্যাসের পাইপ মেরামত করছিলেন আক্তার হোসেন। এক পর্যায়ে ওই গ্যাসের পাইপের বিস্ফোরণ ঘটে ও বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ে।
×