ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাকা-বরিশাল নৌ-রুটে ঈদ স্পেশাল সার্ভিস শুরু আজ

প্রকাশিত: ০৫:৩৯, ১৫ জুলাই ২০১৫

ঢাকা-বরিশাল নৌ-রুটে ঈদ স্পেশাল সার্ভিস শুরু আজ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ঈদে ঘর মুখো দক্ষিণাঞ্চলবাসীর জন্য ১৫ জুলাই থেকে শুরু হচ্ছে লঞ্চের স্পেশাল সার্ভিসের ডাবল ট্রিপ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা ঢাকা-বরিশাল নৌ-রুটসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে এ কার্যক্রম শুরু করবে। অগ্রীম টিকেট বিক্রিও শেষ করা হয়েছে। যাত্রী ওঠানামা ও তাদের যাত্রাপথ সুগম করতে ইতোমধ্যে বরিশালের প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সহ-সভাপতি ও সুন্দরবন নেভিগেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাইদুর রহমান রিন্টু বলেন, যাত্রীদের সুবিধার্থে আজ থেকে ১৪টি লঞ্চ দিয়ে ডাবল ট্রিপ দেয়ার কার্যাক্রম হাতে নেয়া হয়েছে। তিনি আরও বলেন, ঈদে বাড়ি ফেরা যাত্রীদের অগ্রীম টিকেট বিক্রি ইতোমধ্যে শেষ করা হয়েছে। বরিশালের জেলা প্রশাসক ড. গাজী সাইফুজ্জামান জানান, ঈদ-উল-ফিতর উৎসবে বিদ্যুত সরবরাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। তিনি আরও বলেন, দেশের বিভিন্নস্থান থেকে প্রায় তিন লাখ মানুষ ঈদ উৎসব উদ্যাপন করতে বরিশালে আসবে। এসব স্বজনদের সর্বোচ্চ নাগরিক সেবা প্রদানের জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
×