ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বুথে পর্যাপ্ত টাকার সঙ্গে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

প্রকাশিত: ০৪:১৮, ১৫ জুলাই ২০১৫

বুথে পর্যাপ্ত টাকার সঙ্গে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

ঈদ-উল-ফিতরের ছুটির মধ্যে জনসাধারণ যাতে সহজে টাকা উত্তোলন করতে পারে এজন্য এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সেইসঙ্গে বুথগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেও বলা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগের জারিকৃত এক সার্কুলারে দেশের সকল তফসিলী ব্যাংকগুলোকে এ নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, ঈদ-উল-ফিতরের ছুটি উপলক্ষে আগামী ১৭ জুলাই থেকে ১৯ জুলাই (যে তিনদিন ব্যাংক বন্ধ থাকবে) ব্যাংকসমূহের ছুটি। এ সময়ে যাতে মানুষকে টাকা তুলতে ভোগান্তিতে পড়তে না হয় এজন্য বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখাতে ও বাড়তি নিরাপত্তা দিতে নির্দেশ দেয়া হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×