ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঈদের আগে কলমানি রেট কম

প্রকাশিত: ০৪:১৭, ১৫ জুলাই ২০১৫

ঈদের আগে কলমানি রেট কম

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঈদের আগে এ বছর ব্যাংক গ্রাহকদের বাড়তি চাহিদা মেটাতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে কোন সঙ্কটে পড়তে হয়নি। প্রয়োজনের তুলনায় প্রায় সবকটি ব্যাংকে তারল্য পরিস্থিতি ছিল স্বাভাবিক। ফলে এ বছর কলমানি রেট বিগত বছরের এ সময়ের চেয়ে এ বছরে কলমানি রেট ১ শতাংশ কম ছিল। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা গেছে, মঙ্গলবার সর্বোচ্চ কলরেট ছিল ৬.০ শতাংশ এবং সর্বনিম্ন কলরেট ছিল ৫.২৫ শতাংশ। তবে নন-ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউটে আজ সর্বোচ্চ কলমানি রেট ছিল ৬.৫০ শতাংশ এবং সর্বনিম্ন কলমানি রেট ছিল ৫.৮০ শতাংশ। রেকর্ড পরিমাণ রেমিটেন্স প্রবাহ, রফতানি আয় বৃদ্ধি এবং দেশে ব্যবসা-বাণিজ্যে স্থিতিশীলতা বজায় থাকায় ঈদে বাড়তি নগদ অর্থের চাহিদা মেটাতে কোন সঙ্কটে পড়তে হয়নি। বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, আন্তঃব্যাংক মানি মার্কেট এ বছরে কলমানি রেট কম। বৈদেশিক মুদ্রা বাজারে স্থানীয় মুদ্রার অবস্থান ছিল স্থিতিশীল। সোনালী ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা গেছে, জনসাধারণের কাছে মার্কিন ডলার বিক্রয়মূল্য ছিল প্রতি ডলার ৭৮.৭৫ টাকা। জনসাধারণের কাছ থেকে ক্রয়মূল্য ছিল প্রতি ডলার ৭৭.৭৫ মার্কিন ডলার।
×