ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফেনীর বর্ডার হাট যেন ঈদ বাজার

প্রকাশিত: ০৪:১৭, ১৫ জুলাই ২০১৫

ফেনীর বর্ডার হাট যেন ঈদ বাজার

ওছমান হারুন মাহমুদ, ফেনীর ছাগলনাইয়া সীমান্ত থেকে ফিরে ॥ বাংলাদেশ-ভারত সীমান্তের ফেনীর বর্ডার হাটে ঈদ বাজার জমে উঠেছে। ফেনী বর্ডার হাট চালু হওয়ার পর এ প্রথম ঈদ বাজার উপলক্ষে ক্রেতার ভিড় দেখা গেছে। সপ্তাহের প্রতি মঙ্গলবার একদিন এ বাজার খোলা থাকছে। ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ভারতের শ্রীনগর ও বাংলাদেশের মোকামিয়া এলাকায় এ বাজার চালু হয়েছে গত ৬ মাস আগে। ঈদকে সামনে রেখ শুধু ছাগলনাইয়া এলাকার নয় ফেনী শহর থেকে ২৫ কিলোমিটার দূরে এ বাজারে ফেনী শহরের মানুষ ভারতীয় পণ্য ক্রয় করতে বাজারে আসছে। বর্ডার হাট যেতে ফেনী রামগড় সড়কের পাকা রাস্তাা থেকে প্রায় দেড় কিলোমিটার রাস্তাটি ভেঙ্গে আর কাদায় চলাচলের অযোগ্য হয়ে গেছে। পায়ে হেঁটে এ বাজারে যেতে হচ্ছে বাংলাদেশের ক্রেতাদের। রাস্তাটি যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটে যেতে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। বর্ডার হাটের ভারতীয় দোকানগুলোতে বিভিন্ন ধরনের শাড়ি, থ্রি পিসসহ প্রসাধনী সামগ্রী বাংলাদেশী ক্রেতাদের আকৃষ্ট করছে। এ দিকে বাংলাদেশী ক্রেতা শহিদ উদ্দিন অভিযোগ করেছে হাটে প্রবেশ করতে গিয়ে দালালদের কারণে ২০ টাকার টিকেট একশ’ টাকায় কিনতে হচ্ছে। বাংলাদেশী ক্রেতা রহিম উদ্দিন অভিযোগ করেছে ভারতীয় বিক্রেতারা তাদের দেশের খাদ্যদ্রব্যগুলোতে মেয়াদ উত্তীর্ণের কোন তারিখ নেই এবং অনেকা খাদ্যদ্রব্য নিম্নমানের যা তারা হরদম বিক্রয় করছে, এ বিষয়গুলো দেখার কেউ নেই।
×