ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এক মনীষাদীপ্ত মহাজীবনের নাম ড. মুহম্মদ শহীদুল্লাহ্

প্রকাশিত: ০৬:২৮, ১৪ জুলাই ২০১৫

এক মনীষাদীপ্ত  মহাজীবনের  নাম ড. মুহম্মদ  শহীদুল্লাহ্

স্টাফ রিপোর্টার ॥ বাংলা সাহিত্যের প্রখ্যাত গবেষক ও বহুভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ্র ৪৬তম প্রয়াণবার্ষিকী ছিল সোমবার। এই মনীষীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচী গ্রহণ করে বাংলা একাডেমি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ ড. মুহম্মদ শহীদুল্লাহ্র সমাধিতে একাডেমির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া সকাল এগারোটায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে একক বক্তৃতানুষ্ঠানের আয়োজন করা হয়। একক বক্তৃতায় অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, এক মনীষাদীপ্ত মহাজীবনের নাম ড. মুহম্মদ শহীদুল্লাহ্্। তাঁর ধার্মিকতা প্রগতিশীলতার সঙ্গে বিরোধ হয়ে দাঁড়ায়নি। বাঙালী জাতিসত্তা ও সংস্কৃতির প্রশ্নে তিনি কখনও আপোস করেননি। তিনি বাংলা ভাষার ব্যুৎপত্তি থেকে বৌদ্ধগানের ভাষা পর্যন্ত বিচিত্র ভাষাতাত্ত্বিক বিষয়ে অনুপুক্সক্ষ গবেষণা করেছেন। মাতৃভাষার প্রতি প্রবল অনুরাগ তাঁকে যেমন বাংলা ভাষার উদ্ভব-বিকাশ নিয়ে গবেষণায় প্রাণিত করেছে তেমনি সর্বস্তরে মাতৃভাষা বাংলায় শিক্ষার প্রচলনের পক্ষে লড়াইয়ে অঙ্গীকারাবদ্ধ করেছে। বাংলা ও ইংরেজীতে লিখিত ড. মুহম্মদ শহীদুল্লাহ্র ভাষাতাত্ত্বিক প্রবন্ধসমূহ বাংলা একাডেমি থেকে সংকলিত হয়ে প্রকাশ হওয়া জরুরী। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বাংলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক আলতাফ হোসেন। একক বক্তৃতা করেন এমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন বাংলা একডেমির সভাপতি এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাষাসংগ্রামী রওশন আরা বাচ্চু, ব্যারিস্টার আমীর-উল-ইসলাম, লেখক ড. ফজলুল আলম প্রমুখ।
×